আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে নিম্নচাপ। নামকরণ হয়েছে ডানা। আর মাত্র কিছুসময়। তারপরই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে পাড়ে। এই মুহূর্তে তার অবস্থান পূর্ব মধ্য বঙ্গোপসাগরে।

 

 

সর্বপাওয়া খবর অনুযায়ী, আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। মধ্যরাত থেকেই তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম দিকে গিয়ে ২৪ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে স্থলভাগ স্পর্শ করবে। কোথায় আঘাত করবে ডানার চোখ?  তাও জানিয়েছে আবহাওয়া অফিস। পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি ভিতরকণিকার ধামরার কাছাকাছি জায়গায় করবে ল্যান্ডফল।

 

 

পশ্চিমবঙ্গে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে এবং তার সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকেই দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ এবং ২৫ সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি তীব্র ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। হতে পারে ১০০ থেকে ১২০ কিমি বেগে ঝড়। ওড়িশার সাগরদ্বীপ এলাকায়, ৪০ থেকে ১০০ কিমি বেগে ঝড় হবার সম্ভাবনা রয়েছে। কলকাতায় ঝড় বইবে ৬০ থেকে ৮০ কিমি বেগে। জলোচ্ছ্বাস দেখা যাবে। স্থানবিশেষে তা হতে পারে পয়েন্ট ফাইভ থেকে এক মিটার পর্যন্তও।  

 

 

সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদের আগামী ২৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হুগলি পোর্ট, কলকাতা পোর্ট, হলদিয়া পোর্ট সহ একাধিক জায়গা হাই এলার্টে রাখা হয়েছে। সবচেয়ে ক্ষতির আশঙ্কা পূর্ব মেদিনীপুরে। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বন্ধ থাকছে স্কুল, কলেজ। বন্ধ ফেরি পরিষেবা। সরিয়ে দেওয়া হচ্ছে সমুদ্র তীরবর্তী পর্যটকদের।