আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালের ২৬ মার্চ। সাত বছরের শিশু গিয়েছিল আবর্জনা ফেলতে। তারপর আর বাড়ি ফেরেনি। তাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে উদ্ধার হয় ওই শিশুর রক্তাক্ত দেহ। বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। নজর ছিল বৃহস্পতিবারের সাজা ঘোষণার দিকে।

বৃহস্পতিবার আলিপুর আদালত ঘটনায় ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছে। বৃহস্পতিবার আলিপুর বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য ২০২৩-এর ধর্ষণ এবং খুনের ঘটনাটিকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে উল্লেখ করেন। ২৪ জুলাই, ২০২৩ থেকে এই মামলার ট্রায়াল শুরু হয়। ঘটনায় ৪৫ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। 

২৬ মার্চ, ২০২৩, মায়ের কথা অনুযায়ী আবর্জনা ফেলতে গিয়েছিল সাত বছরের ওই খুদে। তারপর আর ফেরেনি। শিশু না ফেরায় শুরু হয় খোঁজ। পুলিশে খবর দেওয়া হয়। তদন্তে নেমে খতিয়ে দেখা হয় সিসিটিভি। তল্লাশি চালানো হয় এলাকায়, শিশুর প্রতিবেশিদের বাড়িতে। তারই এক প্রতিবেশীর বারিতে, সিলিন্ডারের পিছনে উদ্ধার হয় বস্তার মধ্যে এক শিশুর রক্তাক্ত দেহ।

ওই নৃশংস হত্যাকাণ্ডে উত্তাল হয়েছিল শহর। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর, অভিযুক্ত অলোক কুমার সাহকে যৌন নিগ্রহ, ধর্ষণ এবং খুনের ঘটনায় সর্বোচ্চ সাজা, মৃতুদণ্ড  দেওয়া হয়েছে।