আজকাল ওয়েবডেস্ক: সোমবার, ৯ সেপ্টেম্বর, দেশের শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি। ঠিক সেদিনই নবান্ন সভাগৃহে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

জানা গিয়েছে, বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য, সব দপ্তরের সচিব-সহ বিশেষ সচিব পর্যায়ের সকলে উপস্থিত থাকবেন।বৈঠকে উপস্থিত থাকবেন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি(আইনশৃঙ্খলা) মনোজ বর্মা। এছাড়া ওই বৈঠকে সব জেলার জেলাশাসক, ও পুলিশ সুপার ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। সোমবার বেলা ১টায় নবান্ন সভাগৃহে এই উচ্চ পর্যায়ের বৈঠক বসবে বলে জানা গিয়েছে। 

আরজি কর কাণ্ডে এই মুহূর্তে পরিস্থিতি উত্তাল। তার মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠক যথেষ্ট তাতপর্যপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই, বছরে দু’ বার প্রশাসনিক স্তরে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন।