আজকাল ওয়েবডেস্ক: রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলতে চলেছেন জীশান আনসারি। সানরাইজার্স হায়দরাবাদের দলে পেসার সিমরজিৎ সিংয়ের পরিবর্তে জায়গা পেয়েছেন এই তরুণ লেগ-স্পিনার। আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর দলকে জয়ের পথে ফেরানোর লক্ষ্যে আনসারিকে সুযোগ দিয়েছে হায়দরাবাদ। আইপিএলের মেগা নিলামে ৪০ লক্ষ টাকায় আনসারিকে দলে নিয়েছে সানরাইজার্স। ঋষভ পন্থের সঙ্গেই টিম ইন্ডিয়ার অনুর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন তিনি। গত মরশুমে উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে মিরাট ম্যাভেরিক্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন জীশান। টুর্নামেন্টে সর্বাধিক ২৪টি উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন তিনি।

 

উত্তরপ্রদেশের হয়ে ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। সেখানে কিনি নিয়েছেন ১৭টি উইকেট। ২৫ বছর বয়সী এই স্পিনার কিংবদন্তি শেন ওয়ার্ন, অনিল কুম্বলে এবং পীযূষ চাওলার কাছ থেকে অনুপ্রাণিত হন। চাওলার সঙ্গে উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে খেলার সুযোগও পেয়েছিলেন তিনি। লখনউয়ের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা জীশানের বাবা নাঈম আনসারি পেশায় দর্জি। দুর্দান্ত পারফরম্যান্সের পরও গতবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সুযোগ পাননি তিনি। উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে তাঁকে মিডল ওভারে ও ডেথ ওভারে ব্যবহার করা হয়েছিল। তার ২৪টি উইকেটের মধ্যে ১৪টিই এসেছে মিডল ওভারে। এবার তাঁর বড় পরীক্ষা আইপিএলের মেগা মঞ্চে।