আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে জঘন্য হারের পর ঘরের মাঠে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। চলতি মরশুমে ইডেনে প্রথম জয় আইপিএল জয়ীদের। এই বড় জয় হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। শুরুতে জোড়া উইকেট হারানোর পর দুটো পার্টনারশিপে ঘুরল ম্যাচের মোড়। ম্যাচ শেষে নিজেদের স্ট্র্যাটেজি জানালেন নাইট অধিনায়ক। রাহানে বলেন, 'ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বড় রানে জয় খুব দরকার ছিল। টসে জিতে আমরা প্রথমে ব্যাট করি। তবে আমরাও প্রথমে বল করতেই চেয়েছিলাম। শুরুতেই দুই উইকেট হারানোর পর আমরা উইকেটে থিতু হওয়ার চেষ্টা করি। ১১-১২ ওভারের পর হাতে উইকেট রাখাই লক্ষ্য ছিল। লোয়ার অর্ডারের ব্যাটারদের বড় রান করার ক্ষমতা আছে। আমরা ভুল থেকে শিখেছি। আমরা বর্তমান মুহূর্ত উপভোগ করতে চাই।' 

এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এগোতে চান কেকেআরের অধিনায়ক। ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংয়ের বিশেষ প্রশংসা করেন। রাহানে বলেন, 'ব্যাটিং গ্রুপ হিসেবে এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। রিঙ্কু এবং ভেঙ্কটেশ ব্যাট করার সময় ৩০ বলে ৫০-৬০ রান তোলা টার্গেট ছিল। আমরা ১৫ ওভার পর্যন্ত ধরে খেলতে চেয়েছিলাম। তারপর শেষ পাঁচ ওভারে মারার স্ট্র্যাটেজি ছিল। আমরা ভেবেছিলাম এই উইকেটে ১৭০-১৮০ রান যথেষ্ট। কিন্তু রিঙ্কু-ভেঙ্কটেশের পার্টনারশিপে আমরা কিছু বাড়তি রান করেছি।' জয়ের জন্য ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও কৃতিত্ব দিলেন নাইট নেতা। রাহানে বলেন, 'আমাদের তিনজন ভাল স্পিনার ছিল। মঈন বল করার সুযোগ পায়নি। তবে সানি এবং বরুণ ভাল বল করেছে। বৈভব এবং হর্ষিতকেও কৃতিত্ব দিতে হবে।' মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরের ম্যাচ কেকেআরের।