আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে আবার ফিরে এল কান্টারা সেলিব্রেশন। রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারানোর পর মজার ছলে কেএল রাহুলকে একহাত নিলেন বিরাট কোহলি। ১০ এপ্রিল চিন্নস্বামী স্টেডিয়ামে বিজয়ী রানের পর দিল্লির উইকেটকিপার ব্যাটারের সেলিব্রেশন নজর কেড়েছিল। পরে ভিডিওতে জানান, কান্টারা সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এই সেলিব্রেশন করেন তিনি। ২০২২ সালে ঋষভ শেঠি, সপ্তমী গৌড়া এবং অচ্যুত কুমার অভিনীত কন্নড়ের এই সিনেমা রিলিজ করেছিল।
কর্নাটকের প্লেয়ার হওয়ায়, চিন্নস্বামী স্টেডিয়ামে প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেছেন রাহুল। ২০১৩ এবং ২০১৬ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তারকা উইকেটকিপার ব্যাটার। রাহুল সাধারণত শান্ত-শিষ্ট, সংযমী। কিন্তু বেঙ্গালুরুতে দিল্লির জয়ের পর উচ্ছ্বাসে চেপে রাখতে পারেননি। বুকে চাপড় মেরে নিজের জার্সি দেখান। এছাড়াও ব্যাট মাটিতে ঠোকেন। এমন আচরণে করেন, দেখে মনে হয় চিন্নস্বামী স্টেডিয়াম তাঁরই। এবার সেটা ফিরিয়ে দিলেন কোহলি। বিরাট দিল্লির ছেলে। ঘরোয়া ক্রিকেটে দিল্লির প্রতিনিধিত্ব করেন। এবার মূলত রাহুলকে তাতিয়ে দেওয়ার জন্য নিজের ঘরের মাঠে এই সেলিব্রেশন ফেরান কোহলি। মজার ছলেই নেন দিল্লির উইকেটকিপার ব্যাটার। কোহলির কাণ্ড দেখে হেসে ফেলেন রাহুল। রবিবার দিল্লিকে হারিয়ে একনম্বর স্থান দখল করে নেয় বেঙ্গালুরু।
