আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরেও চলতি আইপিএলে একা হাতে বেঙ্গালুরুর রানের স্তম্ভ হয়ে উঠেছেন বিরাট কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও ৭০ রানের ইনিংস খেলে ভিত গড়ে দিয়েছিলেন বিরাট। ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় বিরাটকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না।
তাঁর মতে, বিরাট কোহলি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক তাড়াতাড়ি অবসর নিয়ে ফেলেছেন। রায়নার মতে, বর্তমান ফর্ম অনুযায়ী কোহলি সহজেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারতেন, যা উপমহাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন কোহলি।
যা দেখে রায়নার মন্তব্য, ‘আমি এখনও মনে করি বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তাড়াতাড়ি অবসর নিয়ে ফেলেছেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম এবং বর্তমান ছন্দ বিচার করে বলা যায়, তিনি অনায়াসেই ২০২৬ পর্যন্ত খেলতে পারতেন’।
প্রসঙ্গত, কোহলি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নেন। বার্বাডোজে ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলে দেশকে বিশ্বকাপ এনে দেন তিনি। তবে এখন ভারতের দল বেশ তরুণ, যেখানে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা বা রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত এখন প্রস্তুত হচ্ছে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার লক্ষ্যে।
