আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রথম ম্যাচ জেতার পর হারের হ্যাটট্রিক করেছে হায়দরাবাদ। কিন্তু টানা ব্যাটিং ব্যর্থতার পরেও নিজেদের আগ্রাসী কৌশল থেকে সরে আসার কোনও পরিকল্পনা নেই সানরাইজার্স হায়দরাবাদের। দলের সহকারী কোচ সাইমন হেলমট স্পষ্ট জানিয়ে দিলেন, বড় রান তোলার কৌশলেই তাঁরা অবিচল।
গত মরশুমে দলকে সাফল্য এনে দেওয়া ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার ওপর আস্থা রেখেছেন হেলমট। জানিয়েছেন, হায়দরাবাদের ওপেনিং জুটি একই ছন্দে খেলবে গতবারের মতোই। গত আইপিএলে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে কেকেআরের কাছে হারতে হয়েছিল সানরাইজার্সকে। ২৮৭, ২৭৭ এবং ২৬৬ রানের ইনিংস গড়ে তারা আইপিএলের ইতিহাসে তিনটি সর্বোচ্চ স্কোরের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে।
চলতি মরশুমেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৮৬ রান তুলে সেই আগ্রাসী মেজাজেরই ইঙ্গিত দিয়েছিল হায়দরাবাদ। হেলমট জানান, ‘আমাদের পরিকল্পনা একই রকম থাকবে। ঘরের মাঠে শেষ আটটি ম্যাচের মধ্যে ছ’টিতে জয় এসেছে। শেষ কয়েকটা ম্যাচ আমাদের পক্ষে যায়নি ঠিকই, তবে আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে প্রস্তুত’।
তবে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা এখনও এবারের মরশুমে একসঙ্গে জ্বলে উঠতে পারেননি। হেড প্রথম ম্যাচে ৬৭ রান করলেও তারপর থেকে রান আসেনি। অন্যদিকে, অভিষেক চারটি ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র ৩৩ রান। জয়ের খরা কাটিয়ে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের ঘরের মাঠে ছন্দে ফেরার জন্য মরিয়া।
হেলমট জানান, ‘অভিষেক এবং ট্র্যাভিস একসঙ্গে দুর্দান্ত ছিল গত মরশুমে। এবারও আমরা ওদের আগ্রাসী মেজাজেই খেলতে উৎসাহিত করছি। হায়দরাবাদে এসে আমরা নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাল ভাবে পর্যালোচনা করেছি’।
