আজকাল ওয়েবডেস্ক: কয়েকঘন্টা আগেই যোগ্য নেতা হিসেবে দলকে ফাইনালে তুলেছেন শ্রেয়স আইয়ার। তার কিছুক্ষণের মধ্যেই বড় শাস্তির কবলে পাঞ্জাব কিংসের অধিনায়ক। মন্থর ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা হল শ্রেয়সের। দুরন্ত জয়ে মুম্বইকে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু আইপিএলে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার জন্য বড় জরিমানা হল পাঞ্জাবের অধিনায়কের। ইম্প্যাক্ট প্লেয়ার সহ দলের বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই ভুলের খেসারত দিতে হয় হার্দিক পাণ্ডিয়াকেও। মুম্বইয়ের অধিনায়কের ৩০ লক্ষ টাকা জরিমানা হয়। দলের বাকি প্লেয়ারদের ১২ লক্ষ বা ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
শ্রেয়স আইয়ারের ইনিংসে আইপিএলের প্লে অফ থেকে ছিটকে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি পাঞ্জাব। আইপিএলের ১৮তম সংস্করণ পাবে নতুন চ্যাম্পিয়ন। ২০১৪ সালে শেষবার ফাইনালে উঠেছিল প্রীতি জিন্টার দল। মঙ্গলবার চারবারের ফাইনালিস্টদের মুখোমুখি হবে শ্রেয়স আইয়াররা। ২০৪ রান তাড়া করতে নেমে একার হাতে দলকে জেতান পাঞ্জাবের নেতা। কেকেআর ম্যানেজমেন্ট, বোর্ডের নির্বাচক মণ্ডলীকে যোগ্য জবাব দেন। নাইটদের চ্যাম্পিয়ন করা সত্ত্বেও তাঁকে ছেড়ে দেওয়া হয়। ছন্দে থাকা সত্ত্বেও ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েন। এবার তাঁর বিরুদ্ধে যাবতীয় অন্যায়ের জবাব দেন ব্রাত্য অধিনায়ক।
