আজকাল ওয়েবডেস্ক: রবিবার মধ্যরাতে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন শ্রেয়স আইয়ার। পঞ্চম অধিনায়ক হিসেবে আইপিএলে ৫০তম জয় তুলে নেন তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারাতেই এই নতুন রেকর্ড স্পর্শ করেন শ্রেয়স। এই তালিকায় আছেন এমএস ধোনি, রোহিত শর্মা, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। আইপিএলে শ্রেয়সের নেতৃত্ব উল্লেখযোগ্য। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সের পর পাঞ্জাব কিংসের অধিনায়ক তিনি। এখনও পর্যন্ত মোট ৮৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন ৫০টিতে। হারেন ৩৪ ম্যাচে। দুটো ম্যাচে রেজাল্ট হয়নি। সুতরাং, জয়ের হার ৫৭ শতাংশ। 

দিল্লির হয়ে ৪১ ম্যাচের মধ্যে ২৩টিতে জেতেন। ২০২০ সালে তাঁর নেতৃত্বে দিল্লি রানার্স আপ হয়। গতবছর কেকেআরকে চ্যাম্পিয়ন করেন। ২৯ ম্যাচের মধ্যে জেতেন ১৭টিতে। পাঞ্জাবের হয়ে অভিষেক মরশুমে ১৫ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন। ৬০ শতাংশ জয়ে দলকে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে দেন। শ্রেয়স একমাত্র অধিনায়ক যে তিনটে আলাদা ফ্র্যাঞ্চাইজিকে ফাইনালে তোলেন। এছাড়াও পরপর দু'বার দুটো ভিন্ন দলকে টেবিল শীর্ষে তোলে। গতবছর একনম্বরে ছিল কেকেআর। এবার লিগ শীর্ষ শেষ করে পাঞ্জাব। 

শ্রেয়সের পাশাপাশি বেশ কয়েকটা রেকর্ড করে পাঞ্জাবও। প্রথমবার দুশো বা তারও বেশি রান করে হারল মুম্বই। এর আগে ১৮বার রানের পাহাড় গড়ে জিতেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের প্লে অফ বা নকআউটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। সবচেয়ে বেশিবার দুশো বা তারও বেশি রান তাড়া করে জয়ের নজির গড়ল পাঞ্জাব। এর আগে আইপিএলের কোনও সংস্করণে এমন দেখা যায়নি।