আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর-এর জন্য পিছিয়ে গিয়েছিল আইপিএল। মাঝে আটদিন বন্ধ থাকে কোটিপতি লিগ। এবার আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্মান জানানো হল। নিজের গানের মাধ্যমে সেনাবাহিনীকে শ্রদ্ধা জানান শঙ্কর মহাদেবন। তাঁর সঙ্গে যোগ দেন দুই ছেলে। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং পাঞ্জাব কিংস ফাইনালের আগে পারফর্ম করেন তারকা গায়ক। ক্লোজিং সেরেমনিতে শঙ্করের সঙ্গে যোগ দেন সিদ্ধার্থ এবং শিবম। আগের দিন আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে শিবম লিখেছিলেন, 'কাল ফাইনালে দেখা হবে। আইপিএল ফাইনালে সম্মান জানানো হবে সেনাবাহিনীকে।' এদিন একের পর এক দেশাত্মবোধক গান গাইলেন শঙ্কর। তার তালে নাচে স্টেডিয়াম। আইপিএলের ওপেনিং সেরেমনিতে সুরের মূর্ছনায় মন ভরিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাহরুখ খান। সেই তুলনায় সমাপ্তি অনুষ্ঠান ম্যাড়ম্যাড়ে। 

এদিন টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌‌কে ব্যাট করতে পাঠান শ্রেয়স‌ আইয়ার। জানান, মুম্বই ম্যাচ ভুলে ফাইনালে ফোকাস করতে তৈরি। দল রিকোভার করে ফেলেছে। আর পাঁচটা ম্যাচ নয়, ফাইনাল খেলার মনোভাব নিয়েই মাঠে নামবে তাঁরা। দলে কোনও পরিবর্তন নেই। অন্যদিকে রজত পতিদার জানান, টসে জিতলে তাঁরাও বল করার সিদ্ধান্ত নিতেন। তবে বড় ম্যাচে বিপক্ষের ওপর বড় রান চাপিয়ে দিতে চান তাঁরা। তবে ফাইনাল নয়, এটাকে আরও একটা অ্যাওয়ে ম্যাচ হিসেবে নিচ্ছে তাঁরা। চলতি বছরে আরসিবির অ্যাওয়ে রেকর্ড খুবই ভাল। সব ম্যাচ জিতেছে। সেই অনুযায়ী, আইপিএলের ফাইনালেও পাল্লাভারী বেঙ্গালুরুর।