আজকাল ওয়েবডেস্ক: কোয়ালিফায়ারে পাঞ্জাবের কাছে পাঁচ উইকেটে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটে হারার পর দারুণ প্রত্যাবর্তন করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। চতুর্থ দল হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করে। এলিমিনেটরে গুজরাট টাইটান্সকে হারায় হার্দিক পাণ্ডিয়ারা। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্রেয়স আইয়ারের কাছে হার স্বীকার করে মুম্বই। এই পারফরম্যান্সের জন্য পাঁচবারের চ্যাম্পিয়নদের তুলোধোনা করেন ইরফান পাঠান। রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়াকে কটাক্ষ করেন ভারতের প্রাক্তনী। 

ইরফান পাঠান বলেন, 'বুমরা-একনম্বর, সূর্য-একনম্বর টি-২০ ব্যাটার, রোহিত শর্মা-অধিনায়ক হিসেবে পাঁচটা ট্রফি, হার্দিক-প্রিমিয়ার অলরাউন্ডার, স্যান্টনার- সেরা বাঁ হাতি স্পিনার, ট্রেন্ট বোল্ট-সর্বোচ্চ প্রথম ওভার উইকেট সংগ্রহকারী। এত ম্যাচ উইনার থাকা সত্ত্বেও আইপিএল জিততে পারল না। মুম্বইয়ের ফ্যানরা খুবই হতাশ হবে। মুম্বইকে খতিয়ে পারফরম্যান্সের বিচার করতে হবে। টি-২০ দলে এরকম একাধিক ম্যাচ উইনার থাকে না।' নিজের এক্স অ্যাকাউন্টে এমন পোস্ট করেন পাঠান। মুম্বই জানত শ্রেয়স আইয়ারের ক্রিজে থাকা মানেই বিপদের আশঙ্কা। কিন্তু তাসত্ত্বেও পাঞ্জাবের নেতাকে আউট করতে পারেননি। এই প্রসঙ্গে জয়বর্ধনে বলেন, 'ও সময় নিয়েছে। জানত ওরা চাপে ছিল, তাই সময় নেয়। আমরা জানতাম সেটা বিপদের আশঙ্কা। কিন্তু নেহাল ওয়াদেরার সঙ্গে পার্টনারশিপ ম্যাচের টার্নিং পয়েন্ট।' মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস।