আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছরের অপেক্ষা শেষে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদে ট্রফি জিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশন চলাকালীন ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। সেলিব্রেশন চলাকালীন স্টেডিয়ামের বাইরে ভয়াবহ ভাবে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
এই মর্মান্তিক ঘটনার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে তারা। পাশাপাশি, আহত সমর্থকদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘RCB Cares’ নামে একটি বিশেষ তহবিলও গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরসিবির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনা আরসিবি পরিবারকে ব্যথিত করেছে। আমরা শোকাহত এবং সমব্যথী। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা দেবে আরসিবি। আহতদের জন্য ‘RCB Cares’ ফান্ড গঠন করা হচ্ছে।
সমর্থকরাই আমাদের শক্তি, তাঁদের সুরক্ষা ও মঙ্গলই আমাদের অগ্রাধিকার’। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বুধবার। কোহলিদের সেলিব্রেশনের সাক্ষী থাকতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দু’লক্ষেরও বেশি সমর্থক জড়ো হয়েছিলেন। কিন্তু স্টেডিয়ামের ধারণক্ষমতা ছিল মাত্র ৩৫ হাজার। শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য অনুষ্ঠান নির্ধারিত থাকলেও বিশাল ভিড় জমে যায় স্টেডিয়ামের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অনুষ্ঠানটি চলেছিল মাত্র ২০ মিনিট। আরসিবির ক্রিকেটাররা ছাড়াও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং মেন্টর দীনেশ কার্তিক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স সহ অন্যান্য ক্রীড়াবিদরাও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
