আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপর নতুন চ্যাম্পিয়ন পাবে আইএসএল। ট্রফির খরা কাটানোর সুযোগ দুই দলের সামনেই। একদিকে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব। যারা ২০১৪ সালের পর দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের সবচেয়ে চর্চিত দল হলেও ট্রফি নেই। রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, কিছুটা এগিয়ে আরসিবি। পাঞ্জাবের হয়ে খেললেও বিপক্ষকে এগিয়ে রাখছেন তিনি। অ্যাশ কি বাত-এ অশ্বিন বলেন, 'আমি কোনও দলকে সমর্থন করার জন্য খেলা দেখি না। আমি পাঞ্জাব কিংসের প্রাক্তন প্লেয়ার। তাই পাঞ্জাব জিতলে খুবই খুশি হব। তবে আমার মনে হচ্ছে, এবার আরসিবির ব্যাগে ট্রফি আছে। দেখুন কী হয়েছে,ক মোমেন্টাম এবং টেম্পো ওদের দিকে আছে। ক্রিকেটার হিসেবে আমরা কুসংস্কারে বিশ্বাস করি। ট্রেন্ডের পেছনে ছুটতেই হবে।'
অশ্বিন মনে করছেন, ভাগ্য আরসিবির দিকে। অনেকে মনে করেছিল, বিরতিতে আরসিবির মোমেন্টাম ভেঙে গিয়েছে। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারার পর লখনউয়ের বিরুদ্ধে দারুণভাবে ফিরে আসে। জীতেশ শর্মার দুরন্ত ইনিংস মোমেন্টাম ফিরিয়েছে। অশ্বিন বলেন, 'অনেকেই ভেবেছিল আরসিবির মোমেন্টাম ভেঙে গিয়েছে। মাঝে বিরতির কারণে। কিন্তু দারুণভাবে প্রত্যাবর্তন করেছে। হ্যাজেলউড বাইরে থাকাকালীন বেঙ্গালুরু একটু সমস্যায় পড়েছিল। আমার মনে হয় ভাগ্য বেঙ্গালুরুর সঙ্গে আছে।' ১৮ বছরের ইতিহাসে কোনও দলই চ্যাম্পিয়ন হয়নি। এবার নতুন চ্যাম্পিয়ন পাবে কোটিপতি লিগ।
