আজকাল ওয়েবডেস্ক: রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬ রানে রাজস্থান রয়্যালসের কাছে হারে চেন্নাই সুপার কিংস। ম্যাচের শেষে মাঠে একটি আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকে ফ্যানরা। সাক্ষাৎ দুই এককালীন সতীর্থের। হারের পর রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে এগিয়ে যায় এমএস ধোনি। রাজস্থান রয়্যালসের কোচকে জড়িয়ে ধরেন। মাঠের মাঝে ক্রাচ হাতে দাঁড়িয়েই চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়কের সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা যায় দ্রাবিড়কে। আইপিএলের আগে পায়ে চোট পান প্রাক্তন তারকা। বেঙ্গালুরুতে একটি স্থানীয় ম্যাচে খেলতে গিয়ে গুরুতর চোট পান। কয়েকদিন আগেও তাঁকে হুইলচেয়ারে দেখা যায়।
টেস্ট এবং একদিনের ক্রিকেটে দ্রাবিড়ের সঙ্গে একাধিক বছর খেলেছেন ধোনি। ম্যাচের পর একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায় দুই এককালীন সতীর্থকে। ধোনি নিজেই দ্রাবিড়ের দিকে এগিয়ে যান। তারপর বেশ কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে দু'জন হাসিমুখে আড্ডায় মাতেন। ধোনির পেছন পেছন যায় চেন্নাইয়ের একাধিক প্লেয়ারও। তাঁরাও দ্রাবিড়ের সঙ্গে হাত মেলায়, জড়িয়ে ধরে। ম্যাচ শেষে এই ভ্রাতৃত্বের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফ্যানদের মন জয় করে নেয়। একজন লেখেন, 'এমএস ধোনি এবং রাহুল দ্রাবিড় - ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি এক ফ্রেমে।' আরেকজন লেখেন, 'কিংবদন্তিদের অসাধারণ স্পোর্টসম্যানশিপ।' এই ছবি সবার মন জয় করে নেয়। আরেকজন লেখেন, 'এক কিংবদন্তি আরেক কিংবদন্তির সাপোর্টে। নিজেদের মধ্যে শ্রদ্ধা একেই বলে।' এদিকে পরপর দুটো ম্যাচ হারে চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুর পর রাজস্থান। ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথম ম্যাচ জেতেন রিয়ান পরাগ।
