আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচির মধ্যেই একটু স্বস্তির মুহূর্ত কাটালেন কলকাতা নাইট রাইডার্সের তারকারা। শনিবার, কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘মিলিওনেয়ার ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে জনপ্রিয় গায়ক হানি সিংয়ের লাইভ কনসার্টে অংশ নেন কেকেআরের তারকা ক্রিকেটাররা।

 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, মণীশ পাণ্ডে ও অনুকুল রায়। দর্শকদের সঙ্গে সঙ্গে তারকারাও জমিয়ে নাচলেন হানি সিংয়ের বিখ্যাত গানের তালে। অনুষ্ঠানের এক পর্যায়ে হানি সিং নিজে কেকেআর খেলোয়াড়দের স্বাগত জানান।

 

?ref_src=twsrc%5Etfw">April 6, 2025

দর্শকদের উদ্দেশে কলকাতা নাইট রাইডার্সের বিখ্যাত স্লোগান ‘করব, লড়ব, জিতব’ বলতেও শোনা যায় তাঁকে। প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার, ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮০ রানের দাপুটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

 

মঙ্গলবার, ঘরের মাঠেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে কেকেআর। তাঁর আগে অনুশীলনের ফাঁকেই কলকাতা ভ্রমণে দেখা গিয়েছে দলের তারকা ক্রিকেটারদের। কখনও শপিং মল, কখনও কলকাতা ভ্রমণ সহ কনসার্টেও দেখা গেল ভেঙ্কটেশ, রিঙ্কুদের।