আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুটা খুব একটা ভাল হয়নি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় এসেছে সিএসকের। বাকি দুটি ম্যাচে হারতে হয়েছে। বর্তমানে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। চলতি আইপিএলে চেন্নাইয়ের স্কোয়াড নিয়ে প্রশ্ন উঠেছে পরপর দু’ম্যাচে হারের পর। এরই মধ্যে মরশুমের মাঝে নতুন এক তরুণ প্রতিভাকে ট্রায়ালে ডাকল চেন্নাই ম্যানেজমেন্ট।
মরশুমের মাঝে ডাকা হয়েছে তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রেকে। জানা গিয়েছে, তিনি পুরো মরশুমে দলের সঙ্গেই থাকবেন। ২০২৫ সালের আইপিএল নিলামে তিনি অবিক্রিত থেকে গিয়েছিলেন। তবে এবার চেন্নাই সুপার কিংস তাঁকে ট্রায়ালের জন্য ডেকেছে। নিয়ম অনুযায়ী আয়ুষ এখনই সিএসকের স্কোয়াডে যোগ দিতে পারবেন না। শুধুমাত্র কোনও খেলোয়াড় গুরুতর চোট পেলে এবং পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে তবেই তাঁকে দলে নেওয়া সম্ভব হবে। রাজকোটে আয়োজিত ভারতীয় অনূর্ধ্ব-১৯ জোনাল ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার পর আয়ুষ মাত্রে চেন্নাই সুপার কিংসের নজরে আসেন।
স্কাউটদের সামনে নিজের প্রতিভা দেখিয়ে জায়গা করে নেন তিনি। চেন্নাই সুপার কিংসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা তাঁকে ট্রায়ালের জন্য ডেকেছি। আমাদের স্কাউটদের সে মুগ্ধ করেছে। তবে এখনই দলে অন্তর্ভুক্তির কোনও পরিকল্পনা নেই। যদি কোনও প্রয়োজন হয়, তখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’। চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মাত্রে। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে তাঁকে বসিয়ে খেলেছিলেন রোহিত শর্মা। তবে সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন তিনি।
