আজকাল ওয়েবডেস্ক: গুরজাপনীত সিংয়ের পরিবর্ত ঘোষণা করল চেন্নাই সুপার কিংস। নেওয়া হল দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসকে। প্রোটিয়া ক্রিকেটারকে 'বেবি এবি' বলা হয়। কারণ ডি'ভিলিয়ার্সের মতোই বিধ্বংসী তিনি। ইতিমধ্যেই ৮১ টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন। মোট রান ১৭৮৭। সর্বোচ্চ রান ১৬২। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় ব্রেভিসের। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জড়িত ছিলেন। রোহিতদের হয়ে ১০টি ম্যাচ খেলেন।
আগ্রাসী ব্যাটার হিসেবে সুনাম থাকলেও, মুম্বইয়ের জার্সিতে তেমন জ্বলে উঠতে পারেননি। কয়েকটি সংক্ষিপ্ত ইনিংস খেলেন। মেগা নিলামে ২.২ কোটিতে ব্রেভিসকে কেনে চেন্নাই। চলতি আইপিএলের মাঝে চোট পেয়ে ছিটকে যান গুরজাপনীত। তাঁর পরিবর্তে নেওয়া হল দক্ষিণ আফ্রিকার উঠতি তারকাকে। টানা পাঁচ ম্যাচ হারার পর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ে ফিরেছে চেন্নাই। আইপিএলের ইতিহাসে এই প্রথম চিপকে পরপর তিন ম্যাচ হারার নজির গড়ে চেন্নাই। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে পরের ম্যাচ নামবেন ধোনিরা।
