আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাঁটায় তখন ঠিক ৬ টা ২২ মিনিট। ফাঁকা গ্যালারি। তারমধ্যেই পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার ঘোষণা। তখনও ২৫ শতাংশও ভরেনি ক্রিকেটের নন্দনকানন। তারমধ্যেই যে হাজার কয়েক দর্শক উপস্থিত ছিল, তাঁরাই উঠে দাঁড়ালেন। সন্ত্রাসবাদে নিহতদের প্রতি জানানো হল শ্রদ্ধা। দুই দলই তখন সবুজ গালিচায় ওয়ার্ম আপ করছিল। তারমধ্যেই নীরবতা পালনে সামিল হন ক্রিকেটাররা। প্রত্যেক ম্যাচের আগেই বাজানো হয় ইডেন বেল। কিন্তু এদিন পহেলগাঁওয়ে জঙ্গিহানার নিহতদের স্মরণে বাজানো হয়নি ইডেন বেল। নীরবতা পালনের সময় সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলি, সচিব নরেশ ওঝাদের সঙ্গে সামিল হন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন।
শনিবাসরীয় ইডেন যে বড়ই অচেনা। সপ্তাহান্তে কলকাতায় খেলছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ইডেনমুখী হয়নি শহরের ক্রিকেটপ্রেমীরা। উদ্বোধনী ম্যাচ ছাড়া এবার কেকেআরের ম্যাচে আসেননি শাহরুখ খান। যা সচরাচর হয় না। কিন্তু এবার ইডেন থেকে মুখ ফেরাল নাইট ভক্তরাও। পাঞ্জাবের কাছে অপ্রত্যাশিত হারের পরও গুজরাট টাইটান্স ম্যাচে মাঠ প্রায় ভরে গিয়েছিল। প্রায় ৫৫ হাজার ক্রিকেট ভক্ত হাজির ছিল। কিন্তু জোড়া হারে আগ্রহ হারিয়েছে কলকাতা। এদিন মাঠ যে ভরবে না, তার ইঙ্গিত গোষ্ট পাল সরণির মুখ থেকেই পাওয়া গিয়েছিল। জার্সি, পতাকা, হেড ব্যান্ড নিয়ে রাস্তার দুই ধারে বিক্রেতারা থাকলেও, ছিল না ক্রেতা। তবে তখনও ম্যাচ শুরু হতে প্রায় দেড় ঘণ্টা বাকি ছিল। তাই আশা ছিল। কিন্তু নাইটদের পারফরম্যান্সে এটাই হতাশ কলকাতার ক্রিকেটপ্রেমীরা, খুব বেশি হলে ৫০ শতাংশ ভরে ইডেন। প্রতিপক্ষে গতবছরের আইপিএল জয়ী অধিনায়ক। ভাবা হয়েছিল, অন্তত শ্রেয়স আইয়ারের সঙ্গে নাইটদের টক্কর দেখতে ভরবে ইডেন। কিন্তু সেই আশা বৃথা। দর্শক টানতে ব্যর্থ শ্রেয়সও। এখনও ছটা ম্যাচ বাকি নাইটদের। প্লে অফে যাওয়ার সম্ভবনা রয়েছে। কিন্তু ইডেনের হাল দেখে সেটা বোঝা দায়।
