আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির জন্য বঞ্চিত করা হয়েছে ইডেনকে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকাননে।‌ কিন্তু জুনে বর্ষা ঢুকে পড়ার পূর্বাভাস থাকায় দুটো ম্যাচই সরিয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদে। কিন্তু বজ্র আটুনি ফস্কা গেরো। মোদির শহরেও বৃষ্টি। যার ফলে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট পরে খেলা শুরু হয়। ইডেন থেকে ফাইনাল সরানো নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, 'আবহাওয়ার কথা মাথায় রেখে প্লে অফের নতুন ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।' কিন্তু বৃষ্টিতে মুম্বই ইন্ডিয়ান্স-পাঞ্জাব কিংস ম্যাচ দু'ঘন্টা পিছিয়ে যাওয়ায়, বোর্ডের সিদ্ধান্তকে কটাক্ষ করে সমর্থকরা। নেটমাধ্যমে সেই নিয়ে ঝড় তোলে ফ্যানরা। 

একজন লেখেন, 'সূক্ষ্ম কলকাতা থেকে ম্যাচ সরিয়ে বৃষ্টিভেজা আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের প্রতি অন্ধ ভালবাসার জন্য ধন্যবাদ। এখন এখনে বৃষ্টি পড়ছে, কিন্তু কলকাতা সূক্ষ্ম। কে বিসিসিআইয়ে এইসমস্ত খবর দেয়? পক্ষপাতিত্ব খেলাটাকে শেষ করে দিচ্ছে।' আরেকজন লেখেন, 'বিসিসিআই আইপিএলকে হাসকৌতুক করে তুলেছে। এটা সব সময়ই তামাশা ছিল। তবে যত দিন যাচ্ছে, আরও বাড়ছে। সবটাই ওদের লোভের জন্য।' দিন্দা অ্যাকাডেমি লেখে, 'বৃষ্টির পূর্বাভাসের জন্য আইকনিক ইডেন গার্ডেন্স থেকে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল সরিয়ে ফেলা হল। কিন্তু আজ কলকাতায় বৃষ্টি পড়ছে না, আহমেদাবাদে পড়ছে।' কলকাতার ক্রিকেট ভক্তরাও ক্ষিপ্ত। ইডেনের প্রতি এই অবিচার মেনে নিতে পারছে না কেউই। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও রবিবার সোচ্চার হন। দাবি করেন, রাজনৈতিক কারণে কলকাতার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করা হয়েছে।