আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলি নন, ভারতীয় দলের তাঁর সতীর্থদের মধ্যে সবচেয়ে দামি পোশাকের সংগ্রহ রয়েছে তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়ার। সম্প্রতি এক অনুষ্ঠানে অতিথি হয়ে রায়ডুকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর দেখা কোন ক্রিকেটার সবচেয়ে দামি পোশাক কেনেন এবং পরেন? উত্তরে তিনি নির্দ্বিধায় হার্দিক পাণ্ডেয়ার নাম বলেন।

মাঠের ভেতরে ও বাইরে হার্দিক পান্ডিয়া বরাবরই তাঁর স্টাইল ও সাহসী ফ্যাশনের জন্য পরিচিত। রায়ডুর মন্তব্য আরও একবার প্রমাণ করে দিল, হার্দিক তাঁর পোশাকের জন্য অনেকটাই বেশি বিনিয়োগ করে থাকেন। হার্দিক পাণ্ডেয়া শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, ফ্যাশন জগতেও অনুপ্রেরণা। তাঁর গয়নাগাটির প্রতিও রয়েছে বিশেষ নজর।

প্রায়ই হার্দিককে সোনার চেন ও দামি ঘড়ি পরতে দেখা গিয়েছে। উল্লেখ্য, চলতি আইপিএলের শুরুতে পরপর হারের পর বর্তমানে ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত আইপিএলে কঠিন সময় পার করার পর, চলতি আসরে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন হার্দিক। তাঁর নেতৃত্বে দল ইতিমধ্যেই টানা পাঁচটি ম্যাচে জয়লাভ করেছে।

লিগে টেবিলেও ওপরের দিকেই রয়েছে মুম্বই। আইপিএলের মাঝে বুমরা ফেরার পর থেকে বোলিং বিভাগ অনেক শক্তিশালী হয়েছে। পাশাপাশি, দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মাও। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলালেও ওপেনিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। অধিনায়ক হিসেবেও পরপর হারের পর দুরন্ত কামব্যাক করেছেন পাণ্ডেয়া।