আজকাল ওয়েবডেস্ক:  অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ প্রয়াত হয়েছেন। সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। শুক্রবার সমুদ্র ভ্রমণে বেরিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি।


ঘটনার পরদিনই একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় জুবিনকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রের জলে নামতে। আনন্দে ভেসে বেড়ানোর সেই কয়েক মুহূর্তই হয়ে উঠল তাঁর জীবনের শেষ দৃশ্য। ওই ভিডিওতে গায়ককে দেখা যায় জ্যাকেট ঠিক করতে করতে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। কয়েক মিনিট পরই ঘটে অঘটন। জুবিনের শনিবার উত্তর-পূর্ব উৎসবে মঞ্চে গাইবার কথা ছিল। কিন্তু তার আগেই ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই গোটা অসম এবং উত্তর-পূর্বাঞ্চলে নেমে আসে শোকের ছায়া।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by India Today NE (@indiatodayne)