আজকাল ওয়েবডেস্ক: আর্থাইট্রিস, বাতের ব্যথা, বহু মানুষ এই রোগের শিকার। অনেকেই দীর্ঘকাল ধরে চিকিৎসা করান বহু জায়গায়। তবে এবার চিড়িয়াখানা চড়া দামে বিক্রি  করছে বাঘের মূত্র। দাবি, তাতেই নাকি সেরে যাবে বাতের ব্যথা।


ঘটনাস্থল চীন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইয়ান বাইফেংক্সিয়া ওয়াইল্ডলাইফ চিড়িয়াখানা, যেটি মূলত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে বাঘের মূত্র ৫০ ইউয়ানে বিক্রি করছে।


এই চিড়িয়াখানাটি মূলত চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে অবস্থিত। স্থানীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সাইবেরিয়ান বাঘের মূত্র নিরাময় করবে বাতের ব্যথার। আর ঠিক সেই কারণে ৫০ ইউয়ানের পরিবর্তে এক বোতল মূত্র বিক্রি করছে তারা। যার ভারতীয় মূল্য ৫৯৬টাকা। বোতলগুলিতে ২৫০ গ্রাম মূত্র বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে।

কীভাবে এই মূত্র ব্যবহারের কথা বলেছে জানেন? বলা হয়েছে, ওই বাঘের মূত্র, সাদা ওয়াইন এবং আদা টুকরোর সঙ্গে মিশিয়ে ব্যথায় জায়গায় মালিশ করতে হবে। নির্দেশনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রস্রাব চাইলে কেউ খেতেও পারেন। তবে কারও অ্যালার্জির সমস্যা থাকলে সে সেটি নাও খেতে পারেন।  কীভাবে তা গ্রহণ করে প্রক্রিয়াকরণের পর গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছে, তাও জানিয়েছে কর্তৃপক্ষ। 

ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে। অনেকেই বলছেন, এই নিদানের সঙ্গে আদতে বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞানের কোনও যোগ নেই। নেই কোনও ভিত্তিও। এই প্রচারে চীনের চিকিৎসাব্যবস্থা নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে বলেও মত অনেকের। কীভাবে একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনও কিছুকেই ওষুধ হিসেবে বিক্রি করছে, তাদের কাছে সেই লাইসেন্স আছে কিনা, তা নিয়েও  প্রশ্ন তুলেছেন অনেকে।