আজকাল ওয়েবডেস্ক: অবিবাহিত মেয়েদের পতিতার সঙ্গে তুলনা জাকির নায়েকের। একইসঙ্গে তাঁদের জনগণের সম্পত্তি বলে উল্লেখ করেছেন স্বঘোষিত এই ইসলাম ধর্মগুরু। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। 

 

 

পাকিস্তানে এক জনসমাবেশে বক্তৃতা দিতে গিয়ে এই কথা উল্লেখ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জাকির নায়েক বলছেন, একটি অবিবাহিত মহিলাকে সমাজে সম্মান করা যায় না। 

 

 

নায়েকের মতে, যদি কোনও অবিবাহিত পুরুষ পাওয়া না যায়, তাহলে প্রয়োজনে বিবাহিত পুরুষকে বিয়ে করুক মহিলারা। কিন্তু অবিবাহিত অবস্থায় থাকা চলবে না। স্বঘোষিত ওই ধর্মগুরু এরপর বলেন, অবিবাহিত পুরুষ না পাওয়া গেলে তাদের কাছে দুটি অপশন আছে, একজন বউ আছে এমন কাউকে বিয়ে করা অথবা জনগণের সম্পত্তি হয়ে যাওয়া। এরপর তাঁর বক্তব্য, যে কোনও সম্মানিত মহিলা প্রথম বিকল্পটিই বেছে নেবেন। 

 

 

মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিও। এই মন্তব্যকে কুসংস্কারমূলক এবং নারীর অধিকারের জন্য ক্ষতিকারক বলে জানিয়েছেন নেটাগরিকরা। প্রকাশ্যে আসা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জাকির নায়েক আরও বলেছেন, দ্বিতীয় স্ত্রীকে অবশ্যই উপার্জন করতে হবে। 

 

 

মধ্যযুগীয় মানসিকতা মর্মান্তিক এবং আতঙ্কজনক বলে কটাক্ষ নেটিজেনদের। আরেকজনের বক্তব্য, পাকিস্তান বলেই এসব বলা সম্ভব হচ্ছে। তৃতীয় আরেকজনের দাবি, এই ধরনের রিগ্রেসিভ দৃষ্টিভঙ্গি কীভাবে সহ্য করা যায়! 

 

 

তবে এই ঘটনা নতুন না। প্রায়ই শোনা যায় জাকির নায়েকের বিতর্কিত মন্তব্য।