আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র একবার আলিঙ্গন বদলে দিতে পারে মেজাজ। গবেষণায় দেখাও গেছে, আলিঙ্গন শুধুমাত্র এনার্জি বাড়ায় না, মানসিক স্বাস্থ্যের জন্যেও উপকারী। স্পর্শের অভাবে, একাকিত্ব এবং হতাশাও গ্রাস করছে বহু মানুষকে। গ্রাহকদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে এবার আরও বিশেষ পরিষেবা দেবেন ক্যাফের কর্মীরা। ক্যাফেতে লোভনীয়, সুস্বাদু খাবারের পাশাপাশি বিশেষ 'লাভ প্যাকেজ'ও রয়েছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, টোকিওর একটি ক্যাফেতে আলিঙ্গন পরিষেবাও পাওয়া যায়। সুস্বাদু খাবারের পাশাপাশি, একাকিত্ব কাটানোর জন্য আলিঙ্গন পরিষেবা এবং ওয়েট্রেসদের কোলে বসে শুয়ে থাকার সুযোগও পাবেন গ্রাহকদের। তার জন্য কত খরচ হবে? 

জানা গেছে, ওয়েট্রেসদের কোলে বসে ২০ মিনিট ঘুমালে, ১৭০০ টাকা খরচ হবে। টানা ১০ ঘণ্টা, অর্থাৎ সারারাত এই পরিষেবা নিলে, খরচ হবে ২৭ হাজার টাকা। ওয়েট্রেসদের কোলে তিন মিনিট মাথা রেখে শুলে, খরচ হবে ৫০০ টাকা। 

তবে ক্যাফেতে এই পরিষেবা পাওয়ার সুযোগ থাকলেও, মানতে হবে কড়া নিয়ম। ওয়েট্রেসদের সঙ্গে অশালীন আচরণ করা যাবে না। তাঁদের অনুমতি ছাড়া স্পর্শ করাও যাবে না। এই পরিষেবা শুধুমাত্রই গ্রাহকদের মানসিক স্বাস্থ্যের জন্য দেওয়া হয়। পরিষেবা নেওয়ার ছলে, অশালীন আচরণ করলে কড়া পদক্ষেপ করা হবে ক্যাফের তরফে।