আজকাল ওয়েবডেস্ক: একটা অলিম্পিক নয়, একটা বৈজ্ঞানিক পরীক্ষাও নয় — এটা বিশ্বের প্রথম স্পার্ম দৌড়! যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে আগামী ২৫ জুলাই ২০২৫-এ আয়োজিত হতে চলেছে এক অবিশ্বাস্য প্রতিযোগিতা, যেখানে মাইক্রোস্কোপিক ট্র্যাকে ছুটবে মানুষের স্পার্ম!
‘Sperm Racing’ নামের এক স্টার্টআপের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী ইভেন্টের উদ্দেশ্য—পুরুষদের বন্ধ্যাত্ব বিষয়ে সচেতনতা গড়ে তোলা। হলিউড প্যালাডিয়ামে হাজারো দর্শকের সামনে সরাসরি সম্প্রচারে দেখা যাবে UCLA বনাম USC-র স্পার্ম যুদ্ধ!
উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে মানব নারীর প্রজননতন্ত্রের ক্ষুদ্র অনুকৃতি—সেখানেই চলবে এই মহাযুদ্ধ। থাকছে লাইভ কমেন্ট্রি, সংবাদ সম্মেলন এবং এমনকি বাজি ধরার ব্যবস্থাও! উদ্যোক্তারা বলছেন, “স্বাস্থ্যের যত্ন নেওয়াও এক ধরনের খেলা—এবার সেই খেলায় নামছে স্পার্ম!”
এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই এক মিলিয়ন ডলারের ফান্ডিংও জোগাড় করেছে। স্বাস্থ্য, প্রযুক্তি ও বিনোদনের এক অদ্ভুত মিশেলে জন্ম নিচ্ছে এক নতুন যুগের প্রতিযোগিতা।
