আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগতে চলেছে একটি নির্জন ব্রিটিশ দ্বীপের। সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম হিমশৈল এ২৩এ আন্টার্কটিকা থেকে ভেসে আসছে। ব্রিটিশ দ্বীপ দক্ষিণ জর্জিয়া থেকে মাত্র ২৮০ কিলোমিটার দূরেই রয়েছে হিমশৈলটি। স্রোতের টানের উপর নির্ভর করে আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে দ্বীপটির সঙ্গে সংঘর্ষ হবে হিমশৈলটির।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ২৩এ-র যাত্রাপথে পড়েছে দক্ষিণ জর্জিয়া। এই অভিঘাতের ফলে দ্বীপটির বাস্তুতন্ত্রে প্রভাব পড়তে পারে। যদি জর্জিয়ার সঙ্গে হিমশৈলটির সংঘর্ষ হয় তবে এর খণ্ডিত অংশগুলি দক্ষিণ জর্জিয়ায় বছরের পর বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে ভেসে থাকতে পারে। যা পেঙ্গুইনের পাশাপাশি হাতি এবং পশম সীলের ভাগ্যকে বিপন্ন করে তুলবে।

এই অঞ্চলের প্রাণীদের অস্তিত্ব সঙ্কটের মুখোমুখি হওয়ার এটিই প্রথম ঘটনা নয়। ২০০৪ সালে দক্ষিণ জর্জিয়ার উত্তর-পূর্বে 'এ৩৮' নামে আরও একটি হিমশৈল এসে আটকে গিয়েছিল। বিশাল বরফের টুকরো পথ আটকে দেওয়ার কারণে পেঙ্গুইন এবং সীলের সংখ্যা ওই অঞ্চলে হ্রাস পায়। 

১৯৮৬ সালে ফ্লিঞ্চার হিমবাহ থেকে ভেঙে তৈরি হয় এ২৩এ। এর পর ৩০ বছর একটি জায়াগায় আটকে গিয়েছিল। ২০২০ সাল থেকে ফের নড়াচড়া শুরু হয়। প্রথমে ধীর গতিতে শুরু হলেও পরে গতি বৃদ্ধি পেয়েছে। ২০২৪ এর ডিসেম্বরের পর থেকে কোনও বাধা মানছে না এ২৩এ। এর ওজন প্রায় এক ট্রিলিয়ন টন। আয়তনে প্রায় ৩৯০০ বর্গকিমি। যা নিউ ইয়র্কের আয়তনের তিন গুণ। মহাকাশ থেকে দৃশ্যমান এই হিমশৈলটি।