আজকাল ওয়েবডেস্ক: এই বিশ্বে রয়েছে একটি পেঙ্গুইন পোস্ট অফিস। এটি রয়েছে আন্টার্কটিকাতে। এখানে ১০০ টি দেশের প্রায় ৭০ হাজার পোস্ট কার্ড আসে। এর নাম পোর্ট লকরয়। 


যদি এখানে যেতে পারেন তাহলে সেখানে দেখবেন অসাধারণ কিছু প্রকৃতিক দৃশ্য। এই পোস্ট অফিসের চারিদিকে রয়েছে বরফের পাহাড়। তাদের সঙ্গে রয়েছে প্রচুর পেঙ্গুইন। 


এই পোস্ট অফিসে রয়েছে তিনটি বাড়ি। তার মধ্যে যেটি সবথেকে বড় সেখানে রয়েছে একটি জীবন্ত মিউজিয়াম। অন্যটি রয়েছে পোস্ট অফিস। এখানে রয়েছে একটি ছোট্ট গিফটের দোকানও। আন্টার্কটিকার বুকে এটি পোস্ট অফিস একটি অন্যতম ভ্রমণের জায়গা। প্রতি বছর প্রচুর পর্যটক এসে এখানে হাজির হন।


এই পোস্ট অফিসের একটি ইতিহাস রয়েছে। ১৯৪৪ সালে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বাড়ি তৈরি করা হয়েছিল। সেখানে সেনাবাহিনী থাকত। ব্রিটিশদের একটি ঘাঁটি হিসেবে ছিল এই জায়গাটি। এরপর ১৯৬২ সালে একে একটি গবেষণাগার হিসেবে তৈরি করা হয়। 


১৯৯৪ সালে একটি সার্ভে করা হয়। এরপরই এই জায়গাটিকে একটি ঐতিহাসিক স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে এরপর থেকেই এখানে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। এখানে পেঙ্গুইনদের যে বসতি রয়েছে তার টানেই এই পর্যটকদের সংখ্যা বাড়তে থাকে। 


এখানে এলে যে পেঙ্গুইনদের সঙ্গে দেখা করা যায় তার টানেই এখানে হাজির হয় প্রচুর পর্যটক। সেই ছবি প্রচুর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান থেকে আরও পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by UK Antarctic Heritage Trust (@ukantarcticheritagetrust)