আজকাল ওয়েবডেস্ক: কাজের ব্যস্ততায় মন ভাল রাখার সুযোগ বড্ড কম। সোশ্যাল মিডিয়ার যুগে সামনাসামনি বসে গল্প করার, আড্ডা দেওয়ার প্রবণতাও কমে আসছে। স্পর্শের অভাবে আরও হতাশা, অবসাদ গ্রাস করছে বহু মানুষকে। এবার নারী-পুরুষ নির্বিশেষে সকলের একাকিত্ব দূর করতে বিশেষ এক সাঁলো খুললেন তরুণী। এই সাঁলোয় গ্রাহকদের শুধুমাত্র আলিঙ্গন করবেন তিনি। তাতেই একাকিত্ব দূর হবে বলে আশাবাদী তরুণী। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তরুণীর নাম, আলেকজ়ান্দ্রা ক্যাসপেরেক। তিনি পোল্যান্ডের বাসিন্দা। ২০২৩ সালে পোল্যান্ডের কাতোভিসে 'আনিয়া ওড প্রজিটুলানিয়া' নামের ওই সাঁলো খোলেন তিনি। এখানে প্রফেশনালি আলিঙ্গন করা হয়। যাঁরা একাকিত্বে ভোগেন, তাঁদের এই সাঁলোয় আলিঙ্গনের পরিষেবা দেওয়া হয়। 

আলেকজান্দ্রা জানিয়েছেন, সাঁলোয় কেউ ঢুকলেই প্রথমে তাঁকে আলিঙ্গন করেন তিনি। এরপর পরিচয় জেনে, খানিকক্ষণ কথা বলার পর স্নান করতে পাঠান গ্রাহকদের। স্নান সারার পর পরিষ্কার, নতুন পোশাক পরতে দেন। তারপর হাত মিলিয়ে গল্প করতে করতে আলিঙ্গন করেন তিনি। আলিঙ্গন পরিষেবার বিষয়টি ইতিমধ্যেই পোল্যান্ডে জনপ্রিয় হয়ে উঠেছে। সেশন অ্যাডভান্স বুক করে, তাঁর সাঁলোয় পা রাখেন গ্রাহকরা। 

আলিঙ্গন পরিষেবা নারী-পুরুষ নির্বিশেষে সকলকেই দেন তিনি। যাঁদের বয়স ৪০ থেকে ৬০ বছর, তাঁরাই মূলত আলিঙ্গন পরিষেবা পেতে সাঁলোয় আসেন। প্রতি ঘণ্টায় ৩,১০০ টাকা এবং দু'ঘণ্টায় ৬,১০০ টাকা পারিশ্রমিক নেন তরুণী। তবে পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এই সাঁলোয় এসে কেউ অশালীন আচরণ করলে, তাঁর বিরুদ্ধে যথাযথ কড়া পদক্ষেপ করা হয়। পরিষেবা তো দেওয়া হয়ই না, এমনকী বিষয়টি ঘিরে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে পারেন।