আজকাল ওয়েবডেস্ক: চাকরি ছাড়া নিয়ে দোটানায় ছিলেন। আগেভাগে ইস্তাফাপত্র লিখে রেখেছিলেন। কিন্তু পোষ্য বিড়ালের এক ক্লিকে সেই ইস্তফাপত্র গিয়ে জমা পড়ল অফিসের বসের মেলে। মাথায় হাত পড়েছে ওই তরুণীর। যতক্ষণে বসকে ফোন করে পরিস্থিতির ব্যাখ্যা করবেন, ততক্ষণে তাঁর ইস্তফাপত্র গ্রহণও করে ফেলেছেন বস।

ঘটনাটি দক্ষিণপশ্চিম চিনের শংকিং এলাকায় ঘটেছে। সেখানকার ২৫ বছরের এক তরুণী দাবি করেছেন, চাকরি নিয়ে দ্বিধাগ্রস্থ থাকায় ইস্তফাপত্র লিখে মেল-এ ড্রাফ্ট করে রেখেছিলেন। কিন্তু তা পাঠাতে অনিচ্ছুক ছিলেন কারণ, তাঁর পোষ্যে ভরণপোষণের জন্য চাকরি থেকে অর্থের প্রয়োজন ছিল। তাঁর দাবি, সেই সময় পোষ্য বিড়াল তাঁর কোলে উঠে এসে এন্টার বোতামে চাপ দিয়ে দেয়। এর ফলে তাঁর ইস্তফাপত্রটি বসের কাছে মেল-এ চলে যায়। চাকরি বাঁচানোর জন্য ওই তরুণী তৎক্ষণাৎ তাঁর বসের সঙ্গে যোগাযোগ করেন এবং সবটা বুঝিয়ে বলেন। কিন্তু তাঁর বস তাঁকে উপেক্ষা করেন এবং তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেন নেন। এর ফলে চাকরি এবং বছরের শেষ বোনাস উভয়ই হারিয়েছেন ওই তরুণী।

বিড়ালদের খাওয়ানোর টাকা ফুরিয়ে যাওয়ায় ওই তরুণী এখন নতুন চাকরি খুঁজছেন। তাঁর দাবি, ঘরের সিসিটিভি ক্যামেরায় সেই অবিশ্বাস্য মুহূর্ত রেকর্ড করা রয়েছে। চীনের সোশ্যাল মিডিয়ায় এই তরুণীর গল্প ভাইরাল হয়ে গিয়েছে। অনেক ব্যবহারকারীই বিড়ালটির ভয়ঙ্কর উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করেন। একজন লিখেছেন, "মনে হচ্ছে আপনার বিড়ালটি আপনার বসের উপকার করেছে, তাঁর মোটা অঙ্কের সাশ্রয় করছে।"