আজকাল ওয়েবডেস্ক: চীনের ঝেজিয়াং প্রদেশের একটি নির্জন দ্বীপে আয়োজিত ৩৫ দিনের বন্য পরিবেশে বেঁচে থাকার প্রতিযোগিতা জীবন বদলে দিয়েছে মাত্র ২৫ বছর বয়সী তরুণী ঝাও তিয়েজুকে। ‘সারভাইভাল কনটেস্ট’-এ অংশ নিয়ে তিনি কেবল শেষ পর্যন্ত টিকে গিয়েছেন তা-ই নয়—পুরো সময়টিতে ১৪ কেজি ওজনও কমিয়েছেন।
প্রতিযোগিতাটি শুরু হয়েছিল ১ অক্টোবর, আর শেষ হয় ৫ নভেম্বর। নিয়ম ছিল—দ্বীপে কোনও সাহায্য ছাড়াই নিজের মতো করে বেঁচে থাকা, খাদ্য সংগ্রহ করা এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করা। ৩৫ দিন টিকে থেকে ঝাও পান তৃতীয় পুরস্কার—মোট ৭,৫০০ ইউয়ান (প্রায় ৯৪,০০০ টাকা)। এর মধ্যে প্রথম ৩০ দিনের জন্য তাঁকে দেওয়া হয় ৬,০০০ ইউয়ান এবং অতিরিক্ত প্রতিদিনের জন্য ৩০০ ইউয়ান করে।
ঝাও জানান, শুরু থেকেই পরিবেশ ছিল কঠিন এবং অনিশ্চয়তায় ভরা। দিনে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পর্যন্ত উঠত, তীব্র রোদে তাঁর ত্বক পুড়ে যায়, পায়ে অসংখ্য পোকামাকড়ের কামড় পড়ে এবং হাত খসখসে হয়ে যায়। তিনি বলেন, “প্রথম কয়েক দিন সবচেয়ে কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে শরীর ওই পরিবেশে মানিয়ে নেয়।”
খাবার সংগ্রহই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বীপে তিনি যা পেয়েছেন তাই খেতে হয়েছে—কাঁকড়া, সি আর্চিন, অ্যাবালোন (সমুদ্র শামুক), আর সবচেয়ে অবাক করার মতো—ইঁদুর। তিনি জানান, ৩৫ দিনে তিনি মোট ৫০টি ইঁদুর শিকার, পরিষ্কার এবং রান্না করে খেয়েছেন। এমনকি কিছু ইঁদুরের শুকনো মাংস ভবিষ্যতের জন্য জমিয়েও রেখেছিলেন। হাসতে হাসতে তিনি বলেন, “মানতে হবে, ইঁদুর খারাপ না—বরং বেশ সুস্বাদু।”
এই বিশেষ খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলেই ঝাওয়ের ওজন ৮৫ কেজি থেকে নেমে আসে ৭১ কেজিতে। তাঁর কথায়, “ওজন কমলেও শক্তি কমেনি। বরং প্রতিদিন নিজেকে আরও শক্ত মনে হয়েছে।”
তবে প্রতিযোগিতার শেষের দিকে একটি টাইফুন দ্বীপে আঘাত করলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। ৪ নভেম্বর ঝড়ের তীব্রতায় তিনি সিদ্ধান্ত নেন প্রতিযোগিতা শেষ করার। ঝাও বলেন, “আমি আমার লক্ষ্য পূরণ করেছি। এবার শুধু নিজের বিছানায় আরামে ঘুমোতে চাই।”
প্রতিযোগিতা আয়োজকদের বরাত দিয়ে জানা গেছে, আরও দুই পুরুষ প্রতিযোগী এখনও দ্বীপে আছেন। তাঁরা সর্বোচ্চ পুরস্কার ৫০,০০০ ইউয়ান (প্রায় ৬ লাখ টাকা) জেতার দৌড়ে রয়েছেন।
চীনে সাম্প্রতিক বছরগুলোতে এমন বন্য পরিবেশে বেঁচে থাকার প্রতিযোগিতার জনপ্রিয়তা বেড়েছে। অনেকেই অনলাইনে এসব প্রতিযোগিতা অনুসরণ করেন। বর্তমানে হুনান প্রদেশের সেভেন স্টার মাউন্টেনে আরও বড় একটি প্রতিযোগিতা চলছে, যেখানে বিজয়ীর জন্য পুরস্কার ২ লাখ ইউয়ান (প্রায় ২৫ লাখ টাকা)।
জীবনের এই অভিজ্ঞতা ঝাও তিয়েজুর জন্য ছিল এক নতুন দিগন্ত। এরপর কি আবার এমন প্রতিযোগিতায় অংশ নেবেন? উত্তরে তিনি হেসে বলেন, “অবশ্যই। পরের প্রতিযোগিতায় আরও ১৫ কেজি কমাতে চাই!”
