আজকাল ওয়েবডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার পর ভারতে সাধারণ নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা- পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তান আশঙ্কা করছে প্রতিশোধ নিতে যে কোনও সময় আক্রমণ করতে পারে ভারত। এরই মাঝে বেশ কয়েকজন ধর্মগুরু পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানের নিপীড়নের প্রকাশ্যে সমালোচনা করার ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এক্স-এ যে ভিডিওগুলি ছড়িয়ে পড়েছে তার মধ্যে একটি হল ইসলামাবাদের লাল মসজিদের একজন ধর্মগুরুর বক্তৃতার। ভিডিওটিতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "পাকিস্তানের লড়াই জাতীয়তার লড়াই, ইসলামের নয়, এবং ভারতের চেয়ে পাকিস্তানে বেশি নিপীড়ন চলছে।" 

এরপরেই ওই ধর্মগুরু মসজিদে উপস্থিত সকলকে জিজ্ঞেস করেন এরপর  ভারতের সাথে যুদ্ধ হলে তারা কি পাকিস্তানকে সমর্থন করবেন? মজার বিষয় হল, কেউই সেই প্রশ্নের উত্তরে হাত তোলেননি। যা দেশের মধ্যে পাকিস্তানি সেনার প্রতি জনসাধারণের দুর্বল সমর্থনকে প্রকাশ্যে এনেছে।

?ref_src=twsrc%5Etfw">May 4, 2025

অশান্ত খাইবার পাখতুনখোয়ার একজন ধর্মগুরুর আরেকটি ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে খাইবার পাখতুনখোয়া মৌলবিকে বলতে শোনা যাচ্ছে, "তুমি পশতুনদের এত ক্ষতি করেছো- তুমি কি মনে করো আমরা তোমার পাশে থাকবো? তুমি কি মনে করো আমরা তোমার জন্য 'জিন্দাবাদ' স্লোগান দেব? বলো- আমি কি ঠিক না ভুল? তুমি আমাদের মাটিতে অত্যাচার করেছো। তুমি আমাদের পশতুনদের উপর অত্যাচার করেছো।"

কয়েকদিন আগে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানি পুলিশের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যা পাহেলগাঁ হামলার পর পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেআব্রু করে দিয়েছে। 

ভিডিওগুলি এমন সময়ে সামনে এসেছে যখন পহেলগাঁও হামলার জন্য পাকিস্তান আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করা সহ একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করেছে।