আজকাল ওয়েবডেস্ক: যদি কাউকে প্রশ্ন করা হয় জঙ্গলের রাজা কে। তবে তখনই তার উত্তর দেবে সিংহ। তবে এটা অনেকেই জানেন না কেন সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। সেখানে কেন পিছিয়ে রয়েছে বাঘ। ভাল শিকারী হওয়ার পরও কেন বাঘের মাথায় ওঠেনি এই মুকুট।


সিংহর ম্যাজিক, জঙ্গল কাঁপানো গর্জন, নিজের প্রতি আস্থা এবং জঙ্গলের সকলের সঙ্গে ব্যবহার তাকে জঙ্গলের রাজা হিসাবে খ্যাতি দিয়েছে। তবে সিংহের সঙ্গে একই ধরণের গতি, ক্ষিপ্রতা এবং শিকার করার কৌশল থাকার পরও অনেকটাই পিছিয়ে পড়েছে বাঘ। 

 


সিংহ এবং বাঘ হল জঙ্গলের সেই ৫ বড় বিড়ালের প্রজাতির মধ্যে পড়ে যারা জঙ্গলে রাজত্ব করে থাকে। বাকি তিনজন হল চিতা, লেপার্ড এবং স্নো লেপার্ড। এরা সকলেই এতটা ক্ষিপ্র হয় যে নিজের রক্ষা নিজেই করতে পারে। এরা সকলের খাদ্য তালিকায় জঙ্গলের শীর্ষে থাকে। তবে এরা সকলেই আলাদা শিকারী যাদের চরিত্র আলাদা হয়ে থাকে। 


এবার আসি সিংহের কথায়। সে সর্বদাই ঘাসযুক্ত জঙ্গলে থাকতে ভালবাসে। সিংহ সামাজিক প্রাণী, এর মানে হল সে জঙ্গলের বাকি প্রাণীদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারে। যদি তার পেট ভর্তি থাকে তাহলে সে কখনই শিকার করার দিকে যায় না। যদি তারা শিকার করতে একবার ফেল করে যায় তাহলে তারা ফের সেইদিন শিকার করে না। এতে তাদের পেটের ক্ষিদে আরও বাড়ে। পরদিন একটি সিংহ প্রায় দ্বিগুন গতিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে।

 


অন্যদিকে বাঘের স্বভাব হল টানা শিকার করে যাওয়া। পেট ভর্তি থাকলেও সে শিকারকে মেরে ফেলতে ভালবাসে। সংখ্যায় বেশি থাকে বলে এরা জঙ্গলের বেশিরভাগ প্রাণীকেই নিজেদের টার্গেট করে থাকে। 


সিংহ এবং বাঘ দুজনেরই দাঁতের গঠন এক থাকে। ফলে শিকার করার সময় তার মাংস খুবলে নিতে দুজনেই পটু। তাদের মুখের পেশি এমন থাকে যাতে তারা শিকরকে নড়ার সময় পর্যন্ত দেয় না। 


সিংহের ওজন বাঘের তুলনায় বেশি থাকে। শিকার করার সময় তারা ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে। অন্যদিকে বাঘের ওজন কম থাকার পরও তারা ঘন্টায় ৬৫ কিলোমিটারের বেশি জোরে ছুটতে পারে না।


সিংহের ওজন থাকে ১৫০ থেকে ২৫০ কিলোগ্রাম। লম্বায় হয়ে থাকে ৮ থেকে ১০ ফুট। অন্যদিকে বাঘের ওজন থাকে ৭৫ থেকে ১৭০ কিলোগ্রাম। লম্বায় হয় ৬ থেকে ৯ ফুট।