আজকাল ওয়েবডেস্ক: নেপালের জেন জি-রা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সহিংস বিক্ষোভের ফলে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়াও পদত্যাগ করেছেন দেশের অন্যান্য নেতারাও। বিক্ষোভকারীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে প্রাক্তন নেতা ও তাঁর পরিবারের সদস্যদের। এমনকি বর্তমান মন্ত্রীরাও রেহাই পাননি। এই বিক্ষোভ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় #NepoKids হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করে। বিক্ষোভকারীদের রাজনীতিবিদদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা জনসাধারণের টাকায় বিলাসবহুল জীবনযাপন করে এবং কঠোর পরিশ্রম ছাড়াই নানা সুযোগসুবিধা ভোগ করছেন। কেউ কেউ মিস নেপালের মতো খেতাব জিতেছেন, আবার কেউ কেউ চেম্বার অফ কমার্সে নির্বাচনে জয়ের পর পদে আসীন হয়েছেন।

জেন জি-র মতে, নেপো কিডরা সকলেই ‘প্রভাবশালী বাবা-মায়ের সন্তান’। এরা করদাতাদের টাকাতেই বড় হয়েছেন। এখন তাঁরা সাধারণ নাগরিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে সেই ক্ষমতার অপব্যবহার করছেন। আসুন এক নজরে দেখা যাক সেই সকল ‘নেপো বাচ্চাদের’ যাদের বিলাসবহুল জীবনধারা নেপালের তরুণ প্রজন্মকে ক্ষুব্ধ করেছে।

আরও পড়ুন: নেপালের সেনাপ্রধানের পিছনে কার ছবি? শোরগোল পড়ল নেটদুনিয়াতে

সৌগত থাপা

নেপালের নেপো কিডদের অন্যতম সৌগত থাপা। চেম্বার অফ কমার্সের নির্বাচনে জেতার পরেই লাইমলাইটে চলে আসেন প্রাক্তন আইনমন্ত্রী বিন্দু কুমার থাপার ছেলে। জেন-জি বিক্ষোভকারীদের অভিযোগ পারিবারিক ক্ষমতা কাজে লাগিয়েই নির্বাচনে জিতেছেন সৌগত। তাঁর নিজের কোনও যোগ্যতা নেই। অনেকের অভিযোগ, সৌগতের ওই পদে বসার শিক্ষাগত যোগ্যতাও নেই।

তাঁর জীবনযাত্রার ধরণও সমালোচিত। বেশির ভাগ সময় বিদেশে সময় কাটাতেন, দামী গাড়ি চালাতেন। তাঁর হাবভাব দেখে মনে হত যেন তিনি বিত্তশালী ব্যবসায়ীর সন্তান। যদিও তাঁর বাবা একজন রাজনীতিবিদ। 

শৃঙ্খলা খাটিওয়াড়া

মিস নেপাল ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাটিওয়াড়ার কন্যা শৃঙ্খলা খাটিওয়াড়া। জেন জি-দের অভিযোগ, বাবার প্রভাব না খাটিয়ে তাঁর পক্ষে ওই খেতাব জেতা সম্ভব ছিল না। ২৯ বছর বয়সী শৃঙ্খলা তাঁর বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত। প্রায়শই তাঁকে বিদেশে ছুটি কাটাতে দেখা যায়। ‘জেন জি’ আন্দোলন শুরু হওয়ার পর ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় এক লক্ষ কমে গিয়েছে।

বিনা মাগার

বিক্ষোভের নিশানায় থাকা আরও এক নেপো কিড বিনা মাগার। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’-এর পুত্রবধূ এবং নেপালের জল সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে তার পদের অপব্যবহার এবং এমনকি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন। তাঁর বিরুদ্ধে বিদেশ ভ্রমণের জন্য সরকারি তহবিল ব্যবহার করা এবং ব্যক্তিগত লাভের জন্য গ্রামীণ জল প্রকল্প থেকে অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

শিবানা শ্রেষ্ঠা

প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পুত্রবধূ শিবানা শ্রেষ্ঠাও রয়েছেন নেপালের ‘নেপো কিড’-এর তালিকায়। তাঁর বিলাসবহুল জীবনযাত্রার ঝলক প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তিনি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক।

রাজনীতিবিদদের সুবিধাভোগী সন্তানদের তালিকাটি বেশ দীর্ঘ। #NepoKids হ্যাশট্যাগটি প্রকাশ্যে এনেছে যে তাদের মধ্যে অনেকেই আরাম আয়েশে দিন কাটাচ্ছেন। যখন সাধারণ নাগরিকরা নানা কষ্টের সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছেন।