আজকাল ওয়েবডেস্ক: গোটা বিশ্ব পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকবহাল। ১৯৪৭ সালে স্বাধীনতার পর পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়, তখন ভারতের মতোই অনেক নিয়ম সেখানে চালু হয়েছিল। যদিও পাকিস্তানে একটি সরকার রয়েছে, কিন্তু ক্ষমতার রাশ থাকে পাকিস্তান সেনাবাহিনীর হাতেই। স্থানীয় পুলিশ প্রশাসনও কখনও সরকারের দ্বারা আবার কখনও সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হয়। চলুন জেনে নেওয়া যাক পাকিস্তানের পুলিশ প্রশাসন কীভাবে কাজ করে এবং তাদের কত বেতন দেওয়া হয়।

পাকিস্তানে পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ভারতের মতোই। ভারতে যেখানে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস)-এর অধীনে পুলিশ অফিসারদের নির্বাচন করা হয়, সেখানে পাকিস্তানে সিভিল সার্ভিস অফ পাকিস্তান (সিএসপি)-এর অধীনে পুলিশ অফিসারদের নির্বাচন করা হয়। পাকিস্তানে এটি পুলিশ সার্ভিস অফ পাকিস্তান (পিএসপি) নামে পরিচিত। এই সার্ভিসের অধীনে নির্বাচিত অফিসারদের দেশের বিভিন্ন থানায় নিয়োগ করা হয়।

পাকিস্তানে পুলিশ বাহিনীতে নিয়োগপ্রাপ্ত আধিকারিকরা প্রথমে লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে ছ’মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তাঁরা ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে ১৮ মাসের প্রশিক্ষণ নেন। পাকিস্তানের পুলিশ পরিষেবা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং এটিকে দেশের প্রধান কর্তৃপক্ষ হিসেবে গণ্য করা হয়।

পাকিস্তানের পুলিশ পরিষেবা চারটি প্রদেশে বিভক্ত। এর মধ্যে রয়েছে পাঞ্জাব পুলিশ, খাইবার পাখতুনখোয়া পুলিশ, সিন্ধু পুলিশ এবং বালুচিস্তান পুলিশ। এছাড়াও, ইসলামাবাদে একটি পৃথক পুলিশ পরিষেবা রয়েছে। প্রতিটি প্রদেশে একজন পুলিশ কমিশনার থাকেন, যিনি ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদমর্যাদার অধিকারী। পাকিস্তানে পুলিশ কর্তাদের সর্বোচ্চ পদ হল ইন্সপেক্টর জেনারেল। অন্যদিকে, ভারতে এই পদটি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) নামে পরিচিত।

পাকিস্তান ও ভারতের মধ্যে বেতনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। পাকিস্তানে পুলিশ আধিকারিকদের বেতন ২২,০০০ থেকে ৭৬,৮০০ পাকিস্তানি রুপি পর্যন্ত হয়ে থাকে। একজন সাধারণ পুলিশকর্তার গড় বেতন প্রতি মাসে ৪৮,৩০০ রুপি। তবে ভারতে বেতন অনেক বেশি। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশ পুলিশে একজন কনস্টেবল প্রতি মাসে ৬০,৬০০ টাকা বেতন পান। একজন ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) প্রতি মাসে ২,০১,০০০ টাকা বেতন পান। পাকিস্তানে পুরুষ পুলিশ কর্মীরা নারী পুলিশ কর্মীদের চেয়ে বেশি বেতন পান। উদাহরণস্বরূপ, একজন পুরুষ পুলিশ কর্মী ৫৩,৫০০ টাকা আয় করেন। যেখানে একজন নারী কর্মী ৪৩,০০০ রুপি আয় করেন।

ভারতের পুলিশ ব্যবস্থা পাকিস্তানের চেয়ে অনেক বড় এবং প্রশস্ত। ভারতে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং প্রতিটি রাজ্যের নিজস্ব পুলিশ বাহিনী আছে, পক্ষান্তরে পাকিস্তানে মাত্র চারটি প্রদেশের নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে। এছাড়াও, ভারতে পুলিশের বেতন ও পদোন্নতির ব্যবস্থা পাকিস্তান থেকে ভিন্ন। ভারতে বেতন সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে নির্ধারিত হয়। অন্যদিকে, পাকিস্তানে পদোন্নতির ব্যবস্থা ভিন্ন এবং প্রতি ২১ মাস অন্তর বেতন বৃদ্ধি পায়।