আজকাল ওয়েবডেস্ক: বর্তমান দিনে কালো প্লাস্টিকের ব্যবহার প্রচুর বেড়েছে। সেদিক থেকে দেখতে হলে এই ধরণের প্লাস্টিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সবার আগে দরকার। এটা অনেকের জানা নেই কালো প্লাস্টিকের ব্যবহার থেকে নানা ধরণের জীবানু ছড়িয়ে পড়তে পারে।
বিজ্ঞানীরা মনে করছেন কালো প্লাস্টিক দিয়ে তৈরি যেসব বাসন রয়েছে সেগুলি আর ব্যবহার না করাই ভাল। এখান থেকে এক ধরণের টক্সিক কেমিক্যাল বের হয়ে থাকে যেগুলি সরাসরি মানুষের দেহে প্রভাব ফেলতে পারে। যদি এগুলিকে সরিয়ে অন্য পথ বেছে নেওয়া যায় তাহলে সেখানে দেখা যাবে দেহ অনেক বিপদমুক্ত থাকবে।
কালো প্লাস্টিক কীভাবে তৈরি হয় সেটি যদি জানা থাকে তাহলে আপনি এটি আর ব্যবহার করবেন না। বাতিল হয়ে যাওয়ার কম্পিউটার, টিভি এবং অন্য ধরণের ইলেকট্রনিক্স সামগ্রী থেকে কালো প্লাস্টিক তৈরি হয়ে থাকে। এগুলি যারা জানেন না তারা এটা মনে করতেন হয়তো কালো রং ব্যবহর করে এই কালো প্লাস্টিক তৈরি করা যায়। এই ধরণের সামগ্রী দিয়ে যদি কালো প্লাস্টিক তৈরি করা হয়ে থাকে তাহলে দেহের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না।
এরপর যখন আপনি এই কালো প্লাস্টিকের তৈরি জিনিসগুলি ব্যবহার করবেন তখন সেটি সরাসরি আপনার দেহে নানা ধরণের রোগ তৈরি করবে। রান্নার কাজে অবিলম্বে এই কালো প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত বলেই মনে করেন গবেষকরা।
কালো প্লাস্টিকের বর্তমানে আরও একটি বিশেষ ব্যবহার হল বিভিন্ন খাবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়। এটি তখন সেই খাবারের মধ্যে নিজের বিষ মেশাতে শুরু করে। এরপর যখন সেই বিষাক্ত খাবার কেউ খাবে তখন তার দেহে সরাসরি এর প্রভাব পড়বে। তবে এই বিষয়টি নিয়ে কেউ বিশেষ চিন্তিত নন। তারা কালো প্লাস্টিককে একটি সাধারণ প্লাস্টিক হিসাবেই মনে করে থাকেন। এরপর দেহে নানা ধরনের সমস্যা তৈরি হলে তখন তারা চিকিৎসকের দ্বারস্থ হয়ে থাকেন।
