আজকাল ওয়েবডেস্ক: ক্যান্সার মানেই হল সকলের কাছে অতি ভয়ের একটি বিষয়। সেখান থেকে দেখতে হলে বর্তমান সমনে বহু মানুষই এখন ক্যান্সারে আক্রান্ত। যদিও সময়ে ধরা পড়লে একে ঠেকিয়ে রাখা সম্ভব। এমনকি অনেকে ক্যান্সারকে জয় করেছেন। তবে কয়েকটি বিষয় যদি জানা থাকে তাহলে ক্যান্সারের উৎস বা তাকে বেড়ে ওঠা থেকে বিরত করা যায় অতি সহজেই।


বোস্টন কলেজের বায়োলজির প্রফেসর চিকিশর থমাস এন এবিষয়ে যুগান্তকারী কথা সকলের সামনে এনেছেন। তিনি মনে করেন ক্যান্সার কোনও বংশগত রোগ নয়। যদি পরিবারের একজনের এই রোগ হয় তাহলে সেখান থেকে বাকিদের হবে এমন কোনও কথা নেই। তাই এই বিষয়টি নিয়ে যারা সকলকে ভয় দেখান তারা এবার চুপ করে থাকুন।


তাহলে দেহে কীভাবে দ্রুত নিজের ঘর করে ফেলে ক্যান্সার। সেখান থেকে দেখতে হলে কয়েকটি বিশেষ পদার্থ রয়েছে যারা সুস্থ দেহের ভিতরেও ক্যান্সারকে বেড়ে উঠতে সহায়তা করে থাকে। বেশিরভাগ ক্যান্সাররের ক্ষেত্রেই এই দুটি পদার্থ দেহের ভিতরে চরম ক্ষতি করে থাকে। ফলে সেখান থেকে যদি একটু সাবধান থাকা যায় তাহলে ক্যান্সার দেহে একেবারে বাসা বাধবে না।


এই চিকিৎসকের মতে দেহে ক্যান্সারের সবথেকে বড় সহায়তা করে গ্লুকোজ। এটি ক্যান্সারকে তৈরি করতে এবং তাকে বড় করে তুলতে বিরাট সাহায্য করে থাকে। এটি দেহে সুগার এবং ফ্যাট তৈরি করে। সেখান থেকেই দেহে ধীরে ধীরে নিজের বাসা তৈরি করে ক্যান্সার। রক্তে যত গ্লুকোজের মাত্রা বেশি হতে শুরু করবে ততই ক্যান্সার দেহে আসার পথ তৈরি করবে। 


এই চিকিৎসক আরও জানিয়েছেন দেহে যদি বেশি করে গ্লুটামাইন তৈরি হয় তাহলে সেখান থেকেও ক্যান্সার অতি সহজে তৈরি হতে পারে। এটি এক ধরণের অ্যামিনো অ্যাসিড। এটির সঙ্গে আবার গ্লুকোজের যোগ রয়েছে। এটি ক্যান্সারকে নিজের সন্তানের মতো করেই বড় করে তোলে। যদি এই দুটির ওপর নিয়ন্ত্রণ রাখা যায় তাহলে অতি সহজেই এই মারণ রোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। এই দুটি দেহের যেকোনও টিউমারকে দ্রুত বড় করে তোলে যেটি পরবর্তীকালে ক্যান্সারের আকার নেয়।