আজকাল ওয়েবডেস্ক: বিয়ের কয়েক সপ্তাহ পর থেকে তীব্র আফসোস। বিয়ে করে পস্তালেন বলে, জানিয়েছেন এক তরুণী। এও জানিয়েছেন, এটি জীবনের এমন এক ভুল, যা কখনও সংশোধন করা যায় না। আজীবন এই ভুল সঙ্গে নিয়েই চলতে হয়। বিয়ের পর যে উদ্দীপনা ছিল, তা কয়েক সপ্তাহের মধ্যেই উধাও। 

সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেছেন তরুণী। জানিয়েছেন, দুই বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। প্রেমিকের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন গত বছর‌। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহ পরেই স্বামীর ব্যবহার বদলে যায়। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। এরপরই বিয়ের পর দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। 

তরুণী লিখেছেন, বিয়ের কয়েক সপ্তাহ স্বামী একাই ঘুরতে গিয়েছিলেন। তবে কাজের সূত্রে সহকর্মীদের সঙ্গে ট্যুরে গিয়েছিলেন তিনি। তাই দিনেরবেলা কাজের সময় তিনি ফোন করে বিরক্ত করেননি। কথাও হত না সেই সময়। যোগাযোগ না থাকায় অভিমান করতে শুরু করেন তিনি। একদিন সন্ধ্যায় স্বামী ফোন করেছিলেন তাঁকে। তখন মনখারাপ ভাগ করে নিন। 

আরও পড়ুন: উৎসবেও মায়ের ধমক! বাবার কাছে নালিশ করেও শান্তি হল না, ৪ বছরের খুদের কাণ্ডে ছুটে এল পুলিশ

তরুণীর কথায়, 'ফোনে আমি জানিয়েছিলাম, আমার মন ভাল নেই। কাজ করতে পারছি না। চারদিন কোনও কাজ করিনি। আমি কাজের মধ্যে সারাদিন। বিয়ের দিনেও অফিসের বাকি কাজ শেষ করেছিলাম। মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিলাম, চারদিন কাজে মন বসাতে পারিনি। কিন্তু আমার মনখারাপ জানা সত্ত্বেও, স্বামী বিন্দুমাত্র খোঁজখবর নেননি।‌ খানিকক্ষণ কথা বলার পর বলেন, তিনি ক্লান্ত। তাই এখন ঘুমিয়ে পড়বেন।' 

স্বামীর থেকে খানিকটা কমফোর্ট আশা করেছিলেন তিনি। কিন্তু সেখানেই আশাহত হন। ওয়ার্ক ট্যুরে গিয়ে স্বামী আর যোগাযোগ করেননি।‌ কখনও কখনও মেসেজের উত্তর দিতেন। কিন্তু নিজে থেকে সদ্য বিবাহিতা স্ত্রীর কোনও খোঁজ নেননি। 

তরুণী লিখেছেন, বিয়ের পর তাঁদের সংসারে সুখ ছিল। ওয়ার্ক ট্যুরে যাওয়ার পরেই স্বামীর আচরণ বদলে যায়। একদিন অভিমান করে লিখেছিলেন, 'আমি মানসিকভাবে বিধ্বস্ত। কয়েকদিন আমার সঙ্গে কথা বলো না।' তরুণী আশা করেছিলেন, এরপর হয়তো স্বামী যোগাযোগ করবেন। খোঁজ নেবেন। কিন্তু তারপর স্বামী আর কোনও মেসেজ করেননি। 

ওয়ার্ক ট্যুর থেকে ফিরে আসার পরেও স্বামীর আচরণ বদলায়নি। বরং স্ত্রীর সঙ্গে আরও দূরত্ব তৈরি করেছেন। এমন উপেক্ষার পর টানাপোড়েন শুরু হয়েছে সম্পর্কে। বিবাহবন্ধন ভাঙবেন নাকি টিকিয়ে রাখবেন, তা ঘিরে দোটানায় ভুগছেন তিনি। এমনকী একবার স্বামীকে জানিয়েছিলেন, এই সম্পর্কের আর কোনও মূল্য নেই তাঁর কাছে। সেই কথা শোনার পরেও, স্বামী কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। 

একজন লিখেছেন, 'এমন সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা উচিত। আপনি ডিভোর্স দিয়ে দিন।' আরেকজন লিখেছেন, 'মনে হচ্ছে, সম্পর্কটা শুধুমাত্র আপনিই বজায় রেখেছেন।‌ বিয়ে করলেও আপনাকে নিয়ে বিশেষ ভাবিত নন আপনার স্বামী। এমন সম্পর্ক রাখার প্রয়োজন নেই।' আরেকজন পরামর্শ দিয়েছেন, 'এমন সম্পর্কের চেয়ে একা থাকাই ভাল। তাতে শান্তিও আছে। মানসিক অশান্তিতে ভুগতে হবে না।'