আজকাল ওয়েবডেস্ক: ভূতের উপস্থিতি নিয়ে বরাবরই মানুষের কৌতূহল তুঙ্গে। যদিও অনেকেরই বিশ্বাস, ভূত বলে আদৌ কিছু নেই। আবার অনেকেরই দাবি, ভূতের দেখা না পাওয়া গেলেও, নেগেটিভ এনার্জির প্রভাব টের পাওয়া যায়। ঘরে হোক বা কর্মক্ষেত্রে, আশেপাশে নেগেটিভ এনার্জি, অশরীরী আত্মা আছে কিনা, তা আবার সহজেই টের পাওয়া যায় না।
কিন্তু কিছু সহজ পদ্ধতি রয়েছে, তা করলেই টের পাওয়া যাবে আপনার বাসস্থানে, আশেপাশে অশরীরী আত্মা, নেগেটিভ এনার্জি রয়েছে কি না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওয়াটার টেস্ট ট্রেন্ড। খুব সহজ এই পরীক্ষা। মাত্র এক গ্লাস জল দিয়েই পরীক্ষা করা যায়। দিন কয়েক জলের গ্লাসটি স্পর্শ না করেই রেখে দিতে হবে। জলের রঙের উপর নির্ভর করে টের পাবেন বাড়িতে অশরীরী আত্মার উপস্থিতি, নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে কিনা।
কীভাবে করবেন এই পরীক্ষা? জানা গেছে, এর জন্য পরিষ্কার একটি কাচের গ্লাসে জল নিতে হবে। গ্লাসটি পুরোপুরি জলে ভর্তি করবেন না। অর্ধেক গ্লাস জল ঢালবেন। তারপর তাতেই এক চিমটে নুন দিতে হবে। চামচ দিয়ে নুন জলে গুলে দেবেন না। বরং নতুন দিয়ে ওভাবেই জলের গ্লাসটি ঘরের একটি নির্জন কোণে রেখে নিন।
খেয়াল রাখবেন, গ্লাসটি এমন জায়গায় রাখবেন, যেখানে সহজে কারও যাতায়াত নেই। কেউ ওই গ্লাসটি দেখতে বা ছুঁতে পারবেন না। এরপর ওই অবস্থাতেই নির্জন কোণে টানা সাতদিন গ্লাসটি রেখে দিন। এই সাতদিনে গ্লাসটি স্পর্শ করবেন না। ঘনঘন দেখতেও যাবেন না। সাতদিন পর খেয়াল করে দেখবেন, গ্লাসে জলের রং বদলে গেছে কিনা। যদি সাতদিন পরেও গ্লাসের জলের রঙে কোনও পরিবর্তন না হয়, তাহলে বুঝবেন বাড়িতে কোনও নেগেটিভ এনার্জি, তুকতাক, কালাজাদুর প্রভাব নেই। এমনকী অশরীরী আত্মাও নেই। শান্তি বজায় রয়েছে।
কিন্তু জলের রং যদি ঘোলাটে হয়, উপরিভাগে যদি বুদবুদ দেখতে পান, বা অদ্ভুত পরিবর্তন চোখে পড়ে, তাহলে জানবেন, আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে। এর জেরেই নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেন জল দিয়েই পরীক্ষা করা হয়? অনেকেরই বিশ্বাস জল নানা ধরনের ভাইব্রেশন শোষণ করে নেয়। যার জেরেই পরিবর্তন লক্ষ করা যায়।
ওয়াটার ট্রেন্ড টেস্ট ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনেকেই এই ভিডিওটি দেখে হেসে লুটোপুটি খেয়েছেন। কেউ কেউ এই দাবি উড়িয়েও দিয়েছেন। একজন লিখেছেন, 'ঘরের নির্জন কোণে রাখা জলের রং যদি সাতদিন পর বদলে যায়, জানবেন, আপনার ঘরে ধুলো ভর্তি। তাই ভূত আছে কিনা পরীক্ষা না করে, ঘরের ময়লা পরিষ্কার করুন।' আবার একজন লিখেছেন, 'এই ধরনের ছেলেখেলা বন্ধ করে, কর্মফলে বিশ্বাস করুন। আর ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। সবচেয়ে শক্তিশালী ঈশ্বর।'
