আজকাল ওয়েবডেস্ক: মানুষ। দিব্যি হাঁটেন, চলেন, কথা বলেন, ঘুরে বেড়ান। চারপাশের দুনিয়া দেখেন মানুষ হিসেবেই। কিন্তু তাঁর মনের গোপনে শখ জেগেছিল, মানুষ হয়ে বেঁচে থাকলেন, দুনিয়া দেখলেন, একবার বাঁচবেন কুকুর হয়ে। 

জাপানের এই ব্যক্তি কুকুরের মতো জীবন যাপন করতে খরচ করেছিলেন প্রায় ১২ লক্ষ টাকা। হুবহু বাস্তবের কুকুরের মতো দেখতে লাগে যাতে, তার জন্য বানিয়ে ফেলেছিলেন কুকুরের পোশাক। 

নিজে তো কাঙ্খিত কুকুরের জীবন যাপন করেছেন। আবার অনেকেই, যাঁরা মানুষ হয়েও কুকুর-বিড়ালের জীবন যাপন করতে চান, তাঁদের জন্য এক সুযোগ নিয়ে এসেছেন তিনি। 

কী সেই সুযোগ জানেন? জাপানের ওই ব্যক্তি নিজের আবেগ, ইচ্ছাকে এক নয়া পর্যায়ে নিয়ে গিয়েছেন। বানিয়ে ফেলেছেন টোকোটোকো জু। উত্তর টোকিওর সাইতামা প্রিফেকচারে  চিড়িয়াখানায় গেলেই, মানুষ তাঁর কাঙ্খিত পশুর জীবন যাপন করতে পারবেন।

কীভাবে জানেন? ওই চিড়িয়াখানায় রয়েছে মানুষের আকারের সমান বড়, কুকুরের পোশাক। যাতে রয়েছে লেজ, যার মুখ নড়তে থাকবে, যাতে  মনে হয় সামনে রয়েছে একেবারে সত্যি, বিশালাকার কুকুর। ওই চিড়িয়াখানার পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘আপনি কি কখনও পশু হতে চেয়েছেন? আপনি কি কখনও নিজেকে ছাড়া অন্য কিছু হিসেবে কল্পনা করেছেন এবং সেই কল্পনা নিয়ে উত্তেজিত বোধ করছেন? আমরা এমন একটি পরিষেবা প্রদান করি যা আপনাকে পরিচ্ছদ পরিধানের মাধ্যমে সেই ইচ্ছাকে পূরণ করতে সাহায্য করতে পারে।‘

চিড়িয়াখানায় এই পরিষেবা শুরু হয়েছে ২৬ জানুয়ারি। এই পরিষেবা গ্রহণ করার জন্য ইচ্ছুক ব্যক্তিকে ১৮০ মিনিটের জন্য ৪৯,০০০ ইয়েন (প্রায় ২৬,৫০০ টাকা) এবং ১২০মিনিটের জন্য ৩৬,০০০ ইয়েন (১৯,৫০০ টাকা)দিতে হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, এই পরিষেবার জনপ্রিয়তা তুমুল। ফেব্রুয়ারির প্রতিটি স্লট বুক ইতিমধ্যেই। এতে নিয়ম রয়েছে বেশকিছু। যারমধ্যে অন্যতম, ইচ্ছুক ব্যক্তিকে অন্তত ৪ফুট ১১ইঞ্চি উচ্চতার হতে হবে, আর সর্বোচ্চ ৫ফুট ১১ ইঞ্চির মধ্যে হতে হবে। একটি ভিডিওর মাধ্যমে কীভাবে এই পরিষেবা প্রদান করা হবে, তাও দেখিয়েছে কর্তৃপক্ষ।