আজকাল ওয়েবডেস্ক: পেনসিলভানিয়ার হার্শিপার্কে একটি চমকপ্রদ ঘটনা সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, একটি ছোট ছেলে কোনও রকম সুরক্ষা হার্নেস ছাড়াই একটি উঁচু অ্যামিউজমেন্ট রাইডের ট্র্যাক ধরে হেঁটে যাচ্ছে। এই বিপজ্জনক পরিস্থিতি ঘটনাস্থলে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেয়। পাশাপাশি গুরুতর প্রশ্ন উঠেছে পার্কটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তরুণ যেই রাইডের ট্র্যাকে হাঁটছিল সেটি একটি ক্যাপিটাল ব্লুক্রস মনোরেল। এটি উপর থেকে দর্শনার্থীদের পার্কের একটি অডিও ট্যুর দিয়ে থাকে। এনবিসি নিউজের মাধ্যমে জানা গিয়েছে, এই মনোরেলের ট্র্যাকটি মাটি থেকে অন্তত ২০ ফুট ওপরে অবস্থিত। ফলে, সেখান থেকে পড়ে গেলে এটি প্রাণঘাতী হতে পারত।
ভিডিওটি সামনে আসার পর সবাই জানতে চায় কীভাবে এই অল্প বয়সী তরুণ ওই সংকীর্ণ এবং সুরক্ষিত ট্র্যাকে উঠতে পারল। সংবাদমাধ্যমে এই বিষয়ে একটি বিবৃতিতে জানা গিয়েছে, শিশুটি তার বাবা-মা থেকে আলাদা হয়ে গিয়েছিল। এবং অনিচ্ছাকৃতভাবে মনোরেলের নিরাপদ এলাকায় প্রবেশ করে এই শিশু। সৌভাগ্যবশত, ওই সময়ে রাইডটি চালু ছিল না। এটি একটি বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে।
ঘটনার জেরে পার্কের এক মুখপাত্র বলেন, 'আমাদের টিম যখন সক্রিয়ভাবে শিশুটিকে খুঁজছিল, তখন সে মনোরেলের একটি নিরাপদ এলাকায় ঢুকে পড়ে।' তিনি নিশ্চিত করেন, রাইডটি বন্ধ ছিল এবং প্রবেশপথটি চেইন দিয়ে বন্ধ ছিল ও টার্নস্টাইল ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছিল।
একজন পার্ক দর্শনার্থীর তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটি আতঙ্কিত হয়ে ট্র্যাকে হাঁটছে এবং নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন তাকে নিরাপদ দিকে যাওয়ার নির্দেশ দিচ্ছে। ঠিক সেই সময়ে একজন সাহসী দর্শনার্থী দ্রুত প্রতিক্রিয়া জানান। তিনি তৎক্ষণাৎ পাশের একটি ভবনে ওঠেন এবং সেখান থেকে মনোরেলের ট্র্যাকে উঠে পড়েন। আশঙ্কা করা হয়েছে এর চেয়ে বেশি করলে যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত।
এরপর তিনি সাবধানে শিশুটির কাছে পৌঁছন, তাকে কোলে তুলে নেন এবং আরেকজন অতিথির সহায়তায় নিরাপদভাবে নিচে নামিয়ে আনেন। তাঁদের এই সাহসিকতার জন্য উপস্থিত দর্শকরা মুহূর্তে করতালি ও উল্লাসে ভরে ওঠেন।
ঘটনার এমন পরিণতি দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তবে পাশাপাশি পার্ক কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
