আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে বর্তমানে ভারতে তিনি। তবে ভারত ছেড়ে ভিন্ন দেশে আশ্রয় নেওয়ার পথে একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন মুজিব-কন্যা। ব্রিটেন এখনও তাঁকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে সবুজ সঙ্কেত দেয়নি। পাশাপাশি মঙ্গলবার শেখ হাসিনার ভিসা বাতিল করল আমেরিকা।

সোমবার জানা গিয়েছিল, ভারতে পৌঁছে তারপর ব্রিটেনে চলে যাবেন শেখ হাসিনা। বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। তাঁর মেয়ে ব্রিটেনের সংসদের সদস্যও। সার্বিকভাবে ব্রিটেনে আশ্রয় নিতেই আগ্রহী ছিলেন তিনি। তবে অভিবাসন আইন অনুযায়ী হাসিনাকে আশ্রয় দিতে আগ্রহী নয় ব্রিটেন। তবে তাঁর আবেদন বিবেচনা করে দেখছে কিয়ের স্টার্মার সরকার।

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্রিটেনে পৌঁছে আশ্রয় চাওয়ার নিয়ম নেই। আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন রয়েছে যাদের, দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে তাঁরা পা রাখছেন, সেখানেই আশ্রয় চাওয়ার কথা। বাংলাদেশ ছেড়ে প্রথমেই ভারতে আসেন হাসিনা। আপাতত দিল্লিতে আছেন তিনি। আজ সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত আপাতত কিছুদিনের জন্য তাঁকে আশ্রয় দিয়েছে। এখানে ধাতস্থ হয়ে তাঁর পরবর্তী পরিকল্পনা কী, তা ভারত সরকারকে জানালে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।