আজকাল ওয়েবডেস্ক: হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গানটি নিশ্চয়ই মনে আছে আপনাদের। ‘আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা’। কালজয়ী এই গান সকলের মনে গেঁথে রয়েছে। কিন্তু এক মার্কিন দম্পতি তাদের বাগদান সারতে যা করলেন তা এই গানটিকে মনে করাতে বাধ্য করে। যুগলের কীর্তির ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

?ref_src=twsrc%5Etfw">June 29, 2025

সুবিশাল টর্নেডোর সামনেই বান্ধবী পেজ বের্দোমাসকে বিয়ের প্রস্তাব দিলেন ব্রাইস শেলটন। ২৮ জুন শনিবার দক্ষিণ ডাকোটায় এই সাহসী কাজটি করেছেন দু’জনে। এই অত্যাশ্চর্য মুহূর্তটি একটি ছবিতে ধরা পড়েছে, যেখানে শেল্টন এক হাঁটুতে ভর দিয়ে বসে আছেন এবং পটভূমিতে একটি বিশাল টর্নেডো। এক্স-এ পোস্ট করার পর থেকে ছবিটি এখনও পর্যন্ত ১ কোটি ৭০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">June 29, 2025

গোটা বিষয়টি আকস্মিক মনে হলেও, শেলটন জানিয়েছেন, তিনি গত কয়েক মাস ধরে এই বিশেষ মুহূর্তটির পরিকল্পনা করছিলেন। মাত্র এক বছর আগে আলাপ হওয়া এই দম্পতি ঝড় পিছু নেওয়ার প্রতি আগ্রহী। দু’জনেরই আগ্রহ গোটা বিষয়টিকে আরও অর্থবহ করে তুলেছে।

তাঁদের সাহসী পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হাজার হাজার ব্যবহারকারী মুহূর্তের সময়োপযোগীতা, সাহস এবং সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “আমি ঝড়ের তাড়া করতে পছন্দ করি না এবং তোমাদের কাউকেই চিনি না, কিন্তু এটা অবশ্যই এখন পর্যন্ত তোলা সেরা ছবিগুলির মধ্যে একটি। অবশ্যই অনেক দিন পর আমার দেখা সেরা ছবি। অবিশ্বাস্য। ছবির মাধ্যমে  শক্তি এবং আবেগ অনুভব করতে পারছি। দারুন লাগলো।“