আজকাল ওয়েবডেস্ক: লটারি খেলতে অনেকেই পছন্দ করে থাকেন। তবে যদি কেউ স্বপ্নে দেখা লটারির নম্বরকে বাস্তব করে প্রচুর টাকা জিতে নিতে পারেন তাহলে তার থেকে ভাগ্যবান আর কে রয়েছে।
দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা রবার্ট হোবান। তিনি জিতলেন ১ কোটি টাকা। তবে কীভাবে তিনি এই টাকা জিতলেন সেটাই হল প্রধান বিষয়। তিনি নিজে দাবি করেন লটারির টিকিট তিনি বহুদিন ধরেই কাটেন। তবে কখনও তিনি বেশি টাকা হাতে পাননি। তবে কয়েকদিন আগে তিনি একটি স্বপ্ন দেখেন। সেখানে তিনি লটারির টিকিটের একটি নম্বর দেখেন। সেইমতো তিনি বেছে নেন নিজের লটারির টিকিট। ব্যাস সেখান থেকেই কেল্লাফতে। ১ কোটি টাকা জিতে এখন মনের আনন্দে নাচছেন।
তার এই কথাকে কেউ মানছেন আবার কেউ হাসির ছলে উড়িয়ে দিচ্ছেন। কেউ বলছেন যে নিজে টাকা জিতে গল্প বলছেন এই ব্যক্তি। এটি করে তিনি খবরের শিরোনামে আসতে চাইছেন।
তবে অন্য একটি দল বলছে বহুদিন ধরেই এই ব্যক্তি লটারির টিকিট কাটছিলেন। সেখানে হঠাৎ করে নিজের স্বপ্নে দেখা নম্বর থেকে টাকা জিতে নেওয়া খুব একটা খারাপ কিছু নয়। হতেই পারেন তিনি নিজের স্বপ্নে যে নম্বর দেখেছেন সেটি তার কপাল খুলে দিয়েছে।
তবে যে যাই বলুক না কেন রবার্ট কিন্তু এখন মনের খুশিতে রয়েছেন। তিনি এবার এই জেতা টাকা কীভাবে খরচ করবেন সেই চিন্তা করে চলেছেন। খুব সাধারণ ঘরের এই মানুষটি এবার নিজের পরিবারের জন্য কোন সুখ এনে দেবেন সেটাই তার মাথায় ঘুরছে। তার এই কাহিনী এখন সকলের মুখে মুখে ঘুরছে।
যদিও মনোবিজ্ঞানীরা মনে করছেন এই ঘটনা নতুন কোনও বিষয় নয়। যদি কোনও ব্যক্তি সারাদিন কোনও বিষয় বা ব্যক্তিকে নিয়ে ভাবতে শুরু করেন তাহলে সেই ব্যক্তি বা বস্তুটি রাতে তার স্বপ্নে দেখা দেয়। সেখান থেকেই হয়তো এমন কোনও নম্বর তিনি দেখেছেন যা দিয়ে তার লটারি ভাগ্য খুলে গেছে। এতে অবাক হওয়ার কিছুই নেই।
