আজকাল ওয়েবডেস্ক: লটারি জিততে সকলেই পছ্দ করেন। তবে যদি সেই টাকার পরিমান যদি হয় ১০ কোটি তাহলে তো কথাই নেই।
ব্রিটেনের এক ব্যক্তির কপাল যে এভাবে খুলবে সেটা হয়তো তার অতি বড় বন্ধুও বুঝতে পারেননি। তিনি চারমাস আগে একটি গাড়ি থেকে একটি লটারি টিকিট কুড়িয়ে পান। তারপর সেটিকে তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন। ৪৪ বছরের ওই ব্যক্তি এর আগেও বেশ কয়েকবার লটারি টিকিট গাড়িতে পান। তবে কখনই তিনি সেইসব টিকিটকে ফের দেখেননি।
তবে এবার তার মনে হওয়াতে তিনি সেই টিকিট চেক করে দেখেন। এরপর কপাল খুলে গেল তার। একেবারে পেয়ে গেলেন ১১ কোটি টাকা। লটারির টিকিট কার সেটা তিনি জানতে পারেননি। তবে এবার এই টাকার মালিক তিনি নিজেই।
গাড়িটি তার নিজের হওয়ার ফলে তিনি বলেন, আগে বেশ কয়েকবার তার গাড়িতে তিনি লটারির টিকিট পান। তবে সেগুলিকে তিনি রেখে দিয়েছিলেন। তবে এবারের টিকিট মেলাতেই তিনি অবাক হয়ে দেখেন সেখান থেকে তিনি ১১ কোটি পেলেন।
এই টাকা পেয়ে তিনি বেশ খুশি। তিনি এই টাকা খানিকটা দান করে দেবেন বলে জানিয়েছেন। বাকি টাকা দিয়ে তিনি ব্যবসা করবেন। আর তিনি গাড়ি চালাবেন না বলেও জানিয়েছেন। তার এই খবরে সকলেই অবাক হয়ে গিয়েছেন। এভাবেই হয়তো অন্যের ভাগ্যের টাকা একজনের কাছে ফেরত আসে।
বরাবরই লটারি নিয়ে বিশেষ আগ্রহী ছিলেন না ওই ব্যক্তি। তাই নিজের গাড়িতে থাকা লটারির টিকিটকে তিনি কখনও ফিরে দেখেননি। তবে এবার তিনি এই লটারির টাকা তুলে বিশ্বাস করেছেন গাড়িতে ফেলে যাওয়ার লটারির টিকিট থেকেও মানুষ কোটিপতি হতে পারে। তাই লটারির টিকিটকে হেলাফেলা করবেন না।
এই ব্যক্তির কাহিনী শুনে সকলেই অবাক হয়েছেন। যেভাবে লটারি নিজে এসে তার কাছে ধরা দিয়েছে সেখানে তার উদাসীনতা দেখে অনেকে অবাক হয়ে গিয়েছেন।
