আজকাল ওয়েবডেস্ক: ভরা রাস্তায় অপরিচিত এক তরুণীর প্রাণ কাড়ল এক পড়ুয়া। কারণ কী? পড়ুয়া জানতে চেয়েছিল, খুনের অভিজ্ঞতা আসলে কেমন। সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে অপরিচিত একাধিক তরুণীর উপর হামলা করল সে। ভরা রাস্তাতেই কুপিয়ে খুন করল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ব্রিটেনের বোর্নমাউথে। যুবক আদতে ক্রিমিনোলজি অর্থাৎ অপরাধবিদ্যার পড়ুয়া। ২০ বছর বয়সি নাসেন সাদিকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সাদি ৩৪ বছর বয়সি অ্যামি গ্রে'কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এর পাশাপাশি ৩৮ বছর বয়সি লেন মাইলস নামের আরও এক তরুণীকে খুনের চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, সাদি বর্তমানে জেল হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। সাদি আসলে জানতে চেয়েছিল, খুন করতে কেমন লাগে। খুন করার সময় কেউ কীভাবে আত্মরক্ষা করেন। দিন কয়েক আগেই ক্রিমিনোলজির শিক্ষিকাকে বারবার এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন সাদি। সাদি পুলিশকে জানিয়েছে, একটি আর্টিকেলে লেখার জন্য খুনের অভিজ্ঞতা দরকার ছিল। সেই কারণেই খুনের ঘটনাটি ঘটিয়েছে।
ঘটনার দিন একটি ক্রাইম-থ্রিলার সিনেমা দেখতে গিয়েছিলেন সাদি। সিনেমা হল থেকে বেরিয়েই দেখেন দুই বান্ধবী পাশাপাশি বসে গল্প করছেন। তখনই তাঁদের উপর ধারাল ছুরি নিয়ে সে হামলা করে। অ্যামিকে খুন করে, লেনকেও মারতে চায় সে। চিৎকারের শব্দ শুনে পুলিশ ছুটে আসে। মুহূর্তের মধ্যে সাদিকে গ্রেপ্তার করা হয়।
