আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গাপুরে ১৩.৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয় কয়েকজন। সম্প্রতি পেরাম্বালুর জেলায় এক মহিলা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম পুলিশ। তিনজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিনিময়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে এই ৩ জনের বিরুদ্ধে৷ ঘটনার জেরে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেছে। তাদের মধ্যে একজন কোয়েম্বাটুরের বাসিন্দা জে মাহিলান (৩৬) এবং আরেকজন পেরাম্বালুরের বাসিন্দা বি কবিতা (৪৪)। সিঙ্গাপুরে কাজ করাকালীন তাদের মধ্যে বন্ধুত্ব হয়। খবর মারফত, তারা এখন নিজ গ্রামেই বসবাস করে। ২০২৪ সালে ওই ২ অভিযুক্ত তাদের আরেক বন্ধুর মাধ্যমে পেরাম্বালুরের বাসিন্দা এম অরুণকুমার (৩৪), এস সারাভানন (৩২) এবং এস নিবাস (৩০) এর সঙ্গে যোগাযোগ করেন। সিঙ্গাপুরেই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তাঁদের। কথার ফাঁদে পড়ে তাঁরা অভিযুক্তদের প্রায় ১৩.৯ লক্ষ টাকা দেন। কিন্তু কিছু মাস পরও কোনও চাকরির প্রস্তাব আসেনা তাঁদের কাছে৷ এই পরিস্থিতিতে পুনরায় তাঁরা টাকা ফেরত চান৷ কোনও টাকা ফেরত পাননি তাঁরা। বারংবার অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হন। শেষমেশ কবিতা এবং মাহিলানের কোনও সাড়া না পেয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়৷
ইতিমধ্যেই চক্রান্ত বুঝতে পেরে অরুণকুমার পেরাম্বালুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে। তৎক্ষণাৎ পুলিশ মামলা দায়ের করে। সোমবার রাতে পুলিশ কবিতা এবং মাহিলানকে গ্রেপ্তার করে। বর্তমানে তাদের জেরা করা হয়েছে৷ পুলিশ খতিয়ে দেখছে গোটা ঘটনা৷ দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়৷
