আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার হুমকি দিয়েছেন যে, যদি নিউ ইয়র্কের সম্ভাব্য মেয়র জোহরান মামদানি “ভদ্রভাবে না চলেন”, তবে নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল তহবিল থেকে বঞ্চিত করা হবে। যদিও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানি দাবি করেছেন, তিনি কমিউনিস্ট নন। তবে তিনি ধনীদের ওপর কর বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমি মনে করি না আমাদের দেশে বিলিয়নিয়ারদের থাকা উচিত।”

এক সাক্ষাৎকারে ট্রাম্প মামদানিকে “চরম বামপন্থী” ও “র‍্যাডিকাল লেফট লুনাটিক” বলে অভিহিত করেন। তিনি বলেন, “যদি ও মেয়র হয়, আর আমি প্রেসিডেন্ট থাকি, তবে ওকে ঠিকঠাক কাজ করতেই হবে, নইলে কোনো টাকা পাবে না।” অন্যদিকে মামদানি বলেন, ট্রাম্প তার গায়ের রঙ, উচ্চারণ, এবং পটভূমি নিয়ে মন্তব্য করে মূল ইস্যু থেকে মনোযোগ ঘোরাতে চাইছেন। তিনি বলেন, “আমি লড়ছি নিউ ইয়র্কের সম্পদকে আরও সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য।”

মামদানি বলেন, তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের কথায় অনুপ্রাণিত: “গণতন্ত্র বলুন কিংবা গণতান্ত্রিক সমাজতন্ত্র – দেশের প্রতিটি মানুষের জন্য সম্পদের ন্যায্য বণ্টন চাই।” উল্লেখযোগ্যভাবে, মামদানিকে সমর্থন করেছেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ। তবে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এখনও তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেননি। মামদানি বলেন, “আমার নীতিগুলো বাস্তবতার বিশ্লেষণ থেকে তৈরি। আমরা এমন একটি শহর চাই যেখানে সব নাগরিকের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত হয়।”