আজকাল ওয়েবডেস্ক: বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কুর্সিতে কে বসতে চলেছেন? গণনা খানিকটা এগিয়ে যেতেই মিলছে ইঙ্গিত। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পিছনে ফেলে বর্তমানে অনেকটাই এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন ২১০টি আসনে। কমলা হ্যারিস এগিয়ে আছেন ১৭৯টি আসনে। বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গিয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াই হলেও ট্রাম্পকে সামান্য ভোটের ব্যবধানে হারাবেন কমলা হ্যারিস। বুথফেরত সমীক্ষাও এবার ভুল প্রমাণিত হতে চলেছে। ম্যাজিক ফিগার ২৭০-র কাছাকাছি পৌঁছে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ তাঁর জয় যেন সময়ের অপেক্ষা। অন্যদিকে কমলা হ্যারিস আরও খানিকটা আসনে এগিয়ে রয়েছেন। ট্রাম্প জিতলেও, সামান্য ভোটের ব্যবধানেই জয়ী হবেন তিনি। 

 

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সুইং স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের চূড়ান্ত ফলাফল এখনও জানা যায়নি। পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজ়োনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা, এই সাতটি প্রদেশ 'ব্যাটেলগ্রাউন্ড স্টেট' নামে পরিচিত। এই সাত প্রদেশের ভোটের ফল প্রকাশের দিকে মুখিয়ে দুই দলের প্রার্থীই। বর্তমানে ৬টি 'ব্যাটেলগ্রাউন্ড স্টেট' অর্থাৎ 'সুইং স্টেট’-এ এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।