আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে হুড়মুড় করে থমকে গেল শতাধিক ট্রেন, গন্তব্যে পৌঁছতে পিছিয়ে গেল সময়সীমা। ব্যস্ত সময়ে আচমকা এই ট্রেন বিভ্রাটের কারণ কী? কারণ এক রেলকর্মী, চার মিনিটের শৌচালয় বিরতি নিয়েছিলেন। আর বিপত্তি তাতেই। 

চলতি সপ্তাহের শুরুতেই দক্ষিণ কোরিয়ার সিউলে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গত সোমবার, স্থানীয় সময় সকাল ৮তার দিকে সিউলের লাইন ২-এ আচমকা এই ঘটনা ঘটে। 

ঠিক কী ঘটেছিল?  জানা গিয়েছে, ওই রেল কর্মী, ট্রেন অপারেটর। আচমকা তিনি শৌচালয় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। সেটি অন্য তলায় অবস্থিত হওয়ায় যাওয়া আসায় সময় লেগে যায় চার মিনিট, ১৬ সেকেন্ড। ব্যাস, বিপত্তি সেখানেই।

 তাঁর এই চার মিনিটের বিরতির কারণে ওই লাইনে ঘটে যায় বড় সমস্যা। সিগন্যাল না পেয়ে পরপর থমকে যায়  বহু ট্রেন। পরে সেগুলি চলতে শুরু করে, কোনওটি ২০ মিনিট পর, কোনওটি আরও পর। অনেকেরই গন্তব্যে পৌঁছতে বেশ দেরি হয়। এই ধরনের গুরুত্বপূর্ন কাজে যুক্তজন্য কর্মীদের আশেপাশেই কেন পোর্টেবল টয়লেট থাকে না, তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, কোরিয়ার এই ঘটনা ফের সেই প্রশ্ন তুলছে।